মহানগর ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণ বিহারের (Bihar) বাজি কারখানায়। মৃত্যু হয়েছে ৬ জনের। আহত ৮। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, সারান জেলার খুদাই বাগে এক ব্যবসায়ীর বাড়ির লাগোয়া কারখানায় ঘটনাটি ঘটেছে। প্রশাসন সূত্রে, ঘটনাস্থলে আরও দশ জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে।
পুলিশ সূত্রে, বাজি ব্যবসায়ীর নাম সাবির হোসেন। আচমকাই ওই ব্যবসায়ীর বাড়ির একটি দিক বিস্ফোরণে উড়ে যায়। অন্যদিকে ধরে গিয়েছে আগুন। ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা বাড়ি। জানা গিয়েছে, সেই সময় কারখানায় উপস্থিত ছিলেন অনেকেই। আপাতত ছয়জনের মৃত্যুর খবর মিলেছে। অন্যদিকে বাড়ি ভেঙে পড়ায় চাপা পড়ে মৃত্যু হয়েছে তিনজনের।
Bihar | Six people dead after a house collapsed due to a blast in Chhapra. Efforts are being made to rescue people trapped under the debris. We're investigating the reason behind the explosion. Forensic team and Bomb disposal squad have also been called: Santosh Kumar, Saran SP pic.twitter.com/bCJgEMgZHf
— ANI (@ANI) July 24, 2022
আশঙ্কা করা হচ্ছে, একটি বাজিতে কোনওভাবে আগুন ধরে গেলে এই বিস্ফোরণ ঘটে। প্রতিবেশীদের দাবি, প্রায় ঘন্টাখানেক ধরে বাড়িটি থেকে বাজি ফাটার শব্দ শোনা যায়। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণের কারণ জানতে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ঘটনাস্থলে ডাকা হয়েছে ফরেনসিক টিমকে।