Home Featured Terror Strike : ম্যাঙ্গালুরতে অটোয় রহস্যময় বিস্ফোরণ, জঙ্গিযোগের হদিশ পেলেন তদন্তকারীরা

Terror Strike : ম্যাঙ্গালুরতে অটোয় রহস্যময় বিস্ফোরণ, জঙ্গিযোগের হদিশ পেলেন তদন্তকারীরা

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: ম্যাঙ্গালুরুতে অটোয় বিস্ফোরণের তদন্তে নেমে সন্ত্রাস হামলার ছকের হদিশ পেলেন তদন্তকারীরা। তদন্তের পর তাঁদের ধারণা অটোয় বিস্ফোরণের (Blast In Auto) ঘটনা সাধারণ দুর্ঘটনা নয়। এর পেছনে বড়সড় সন্ত্রাস হামলার ছক ছিল (Terror Strike)। ইতিমধ্যেই অটোচালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অটোচালক জানিয়েছে এক যাত্রী একটি ব্যাগ নিয়ে তার অটোয় উঠেছিল। তার হাতে একটি ব্যাগ ছিল। তাতে কিছু জিনিস ছিল। সেটিতে আগুন ধরে যায়। আগুন অটোয় ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অটো তল্লাশি করে বেশ কিছু সন্দেহজনক জিনিস পেয়েছেন তদন্তকারীরা। সেগুলি হল ডিটোনেটর লাগানো একটি প্রেসার কুকার,তার এবং ব্যাটারি মিলেছে। অটোয় ওই যাত্রী নৌগিরি থেকে ম্যাঙ্গালোর যাওয়ার জন্য অটোয় ম্যাঙ্গালোর স্টেশনের স্টপেজ থেকে চেপে বসেছিল। সে ভুয়ো পরিচয়পত্র নিয়ে যাতায়াত করছিল বলে তদন্তকারীদের ধারণা।

সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হওয়া শরিকুল এর আগে ইউএপিএ মামলায় অভিযুক্ত ছিল বলে জানা গিয়েছে। বর্তমানে জঙ্গি মামলায় সে পলাতক ছিল। এদিকে এই ঘটনার পর বিমানবন্দর,রেলস্টেশন, পর্যটন কেন্দ্র থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে যুবকের বাড়ি থেকে একাধিক পরিচয়পত্র আটক করেছে পুলিশ। বিস্ফোরণের পরদিন কর্ণাটকের ডিরেক্টর জেনারেল অব পুলিশ টুইট করে জানান ওই রহস্যময় বিস্ফোরণ সন্ত্রাস কার্যকলাপ বলেই মনে করা হচ্ছে। ঘটনার বিশদ তদন্ত করা হচ্ছে। তদন্তে কেন্দ্রীয় এজেন্সির সাহায্য নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত তদন্তে জানা গিয়েছে বিস্ফোরণ করার নির্দিষ্ট জায়গায় পৌঁছতে সন্দেহভাজন ওই যুবক অটোয় করে যাচ্ছিল। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানিয়েছেন সন্দেহভাজন যুবকের সন্ত্রাস যোগ রয়েছে। সে তামিলনাডুর কোয়াম্বাটোর-সহ বিভিন্ন জায়গায় গিয়েছিল। মুখ্যমন্ত্রী জানান প্রাথমিক তদন্তে এটি জঙ্গি নাশকতা বলেই মনে করা হচ্ছে। তদন্তে এনআইএ ও আইবিরও সাহায্য নেওয়া হচ্ছে। সন্দেহজনক যুবক শরিকুল হাসপাতালে চিকিৎসাধীন। তার জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে তাকে জেরা করে সন্ত্রাস-ষড়যন্ত্রের হদিশ পাওয়ার চেষ্টা করা হচ্ছে।

You may also like