মহানগর ডেস্ক: রবিবার দুপুরে পুলওয়ামার গাঙ্গু ক্রসিংয়ের কাছে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায় সন্ত্রাসীরা (Terrorist Attack)। যাতে গুরুতর আহত হন সিআরপিএফের এএসআই বিনোদ কুমার। তৎক্ষণাৎ তাঁকে চিকিৎসার জন্য নিকটতম হাসপাতালে ভর্তি করা হলেও, শেষ রক্ষা হয়নি। এই হামলার পর সন্ত্রাসীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
তথ্য অনুযায়ী, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার গাঙ্গু ক্রসিংয়ের কাছে সিআরপিএফ কর্মীরা একটি ঘাঁটি তৈরি করেছিলেন। যার কাছাকাছি রয়েছে একটি আপেলের বাগান। সেখানেই লুকিয়ে থাকা সন্ত্রাসীরা আচমকা, সিআরপিএফ কর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। নিজেদের জায়গা ঠিক করার আগেই গুলিতে গুরুতর আহত হন এএসআই বিনোদ কুমার এবং সন্ত্রাসীদের ধরার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়। বিনোদ কুমারকে তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়। এর পরই পুলিশ সেনা এবং সিআরপিএফ সদস্যরা আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেছে।
রুটিন অনুযায়ী চেকিংয়ের জন্য টহল দিচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেই সময়েই হামলা চালায় জঙ্গিরা। অন্যদিকে শনিবার মাঝরাতেই কাশ্মীর এবং পঞ্জাবের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল পাক ড্রোন। কিছুদিন আগেও পুলিশের কনভয় লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করেছিল সন্ত্রাসীরা। সেই চেষ্টায় ব্যর্থ হওয়ার পর আজ নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায় তারা।