Home Featured Eknath Shinde: শিণ্ডের সঙ্গে দেখা করলেন ঠাকরের ভাগ্নে, চাপ বাড়ল উদ্ধব শিবিরে

Eknath Shinde: শিণ্ডের সঙ্গে দেখা করলেন ঠাকরের ভাগ্নে, চাপ বাড়ল উদ্ধব শিবিরে

by Anamika Nandi
Eknath Shinde: শিণ্ডের সঙ্গে দেখা করলেন ঠাকরের ভাগ্নে, চাপ বাড়ল উদ্ধব শিবিরে

মহানগর ডেস্ক: এখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Ekntah Shinde)। সম্প্রতি বড়সড় বদল ঘটেছে মারাঠা রাজনীতিতে। একপ্রকার দু’ভাগ হয়ে গিয়েছে শিবসেনা। এই আবহে উদ্ধব ঠাকরের ভাগ্নে (Uddhav Thackeray’s Nephew) নীহার ঠাকরে সমর্থন জানালেন শিণ্ডে শিবিরকে। দেখা করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের সঙ্গে।

নীহার ঠাকরে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের নাতি এবং প্রয়াত বিন্দুমাধব ঠাকুরের ছেলে। ১৯৯৬-তে যিনি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। মুম্বইতে একজন উকিল হিসেবে পরিচিতি নীহারের। বিয়ে করেছেন বিজেপি নেতা হর্ষবর্ধন পাটিলের মেয়ে অঙ্কিতাকে। ইতিমধ্যে EC উদ্ধব ঠাকরে এবং শিণ্ডে উভয়কেই তথ্য প্রমাণ সহ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছে। উভয়কেই ৮ আগস্ট দুপুর ১ টার মধ্যে সমস্তকিছু জমা দিতে বলা হয়েছে।

কে আসল “শিবসেনা”? তা নিয়ে দ্বন্দ্ব জারি রয়েছে। তার আঁচ পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশন পর্যন্ত। উভয় দলই নিজেদের দাবি জানিয়ে চিঠি লিখেছে নির্বাচনী প্যানেলকে। ঠাকরে শিবির থেকে অনিল দেশাই একাধিকবার চিঠি দিয়ে জানিয়েছেন যে, দলের কিছু সদস্য বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছে। শিণ্ডে গোষ্ঠী শিবসেনা এবং বালা সাহেবের নাম ব্যবহার করে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যা সমর্থন করে না ঠাকরে শিবির।

অন্যদিকে একনাথ শিণ্ডে বলেছেন, দলটির প্রতীক ধনুক এবং তীর রাখা হোক এবং ঘোষণা করা হোক এটিই আসল শিবসেনা। তাঁর বক্তব্য, ৫৫ জন বিধায়কদের মধ্যে ৪০ জন এবং এমএলসি সহ ১৮ জনের মধ্যে ১২ জন সাংসদ তাঁদের সঙ্গে রয়েছে। শিণ্ডের কথায়, তাঁদের কাছে যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং তাঁরাই আসল শিবসেনা। এহেন দ্বন্দ্বের মাঝে এদিন উদ্ধব ঠাকরের ভাগ্নে দেখা করেছেন শিণ্ডের সঙ্গে। যা ঠাকরে শিবিরের জন্য অত্যন্ত বড় ধাক্কা।

You may also like