মহানগর ডেস্ক : ৪৪ তম দাবা অলিম্পিয়াডের বিজ্ঞাপনে থাকতে হবে প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) ছবি। বৃহস্পতিবার মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ তামিলনাড়ু সরকারকে (Tamilnadu Government) নির্দেশ দিয়েছে যে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়ের ছবি থাকতে হবে ৪৪ তম দাবা অলিম্পিয়াডের বিজ্ঞাপনে।
৯ আগস্ট পর্যন্ত চেন্নাইয়ে অনুষ্ঠিত হচ্ছে দাবা অলিম্পিয়াড। ১৯২৭ থেকে আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাটি ৩০ বছর পর এশিয়ায় এবং প্রথমবারের মতো ভারতে আয়োজিত হচ্ছে। মূলত সম্প্রতি অলিম্পিয়াড সংক্রান্ত বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছবি ছিল না। সেখানে শুধু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছবি দেখা গিয়েছে। যাতে ক্ষুব্ধ হয়েছে বিরোধী পক্ষ। এরপর রাজেশ কুমার নামে একজন মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চের কাছে বিজ্ঞাপনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছিলেন। বৃহস্পতিবার তাতেই তামিলনাড়ু সরকারকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী উভয়ের ছবি বিজ্ঞাপনে রাখার আদেশ দিয়েছে আদালত।
অ্যাডভোকেট জেনারেল আর শুন্মুগাসুন্দরাম যুক্তি দিয়ে বলেছেন, এটি একটি আন্তর্জাতিক ইভেন্ট এবং সম্পূর্ণরূপে তামিলনাড়ু সরকারের অর্থায়নে আয়োজিত হয়েছে। তবুও আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রীর ছবি প্রকাশিত হয়েছে। মোদিজী উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নিশ্চিত করার পরে, প্রচারমূলক সামগ্রীতে তাঁর ছবি ছাপা হয়েছিল। আদালতের কথায়, প্রধানমন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধনে না আসতে পারলেও তাঁর ছবি প্রকাশ করতে হবে। পাশাপাশি আদালত জানিয়েছে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সম্মলিত কোন বিজ্ঞাপনের ক্ষতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ১৮৭ টি দেশ অংশগ্রহণ করেছে এই দাবা অলিম্পিয়াডে।