Home Featured Sri Lanka: অর্থাভাবে ভুগছে দেশ, লক্ষাধিক টাকা উদ্ধার রাষ্ট্রপতি ভবন থেকে, ভাইরাল ভিডিও

Sri Lanka: অর্থাভাবে ভুগছে দেশ, লক্ষাধিক টাকা উদ্ধার রাষ্ট্রপতি ভবন থেকে, ভাইরাল ভিডিও

by Anamika Nandi
Sri Lanka: অর্থাভাবে ভুগছে দেশ, লক্ষাধিক টাকা উদ্ধার রাষ্ট্রপতি ভবন থেকে, ভাইরাল ভিডিও

মহানগর ডেস্ক: অর্থাভাবের কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দীপরাষ্ট্রে। পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার (Sri Lanka) রাষ্ট্রপতি ভবন দখলের আগে পরিবার নিয়ে পালিয়ে গিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa)। এদিকে তিনি দেশ ছেড়েছেন না দেশে রয়েছেন তা নিশ্চিত ভাবে বলা না গেলেও, তাঁর প্রাসাদ দখল করে নিয়েছে বিক্ষুব্ধ জনতা। এবার জানা গিয়েছে, রাজাপক্ষের প্রাসাদে নাকি লুকানো রয়েছে কোটি কোটি টাকা।

সূত্র অনুযায়ী, দ্বীপরাষ্ট্রের ঋণের পরিমাণ প্রায় পৌঁছেছে ৫১ বিলিয়ন মার্কিন ডলারে। ভারত সহ একাধিক দেশ থেকে নতুন করে ঋণ নিয়েছে সেদেশের সরকার। কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। দিন দিন তীব্র হয়েছে খাদ্য সংকট। জ্বালানি ও বিদ্যুতের অভাবে ভুগছে দেশ। এরইমধ্যে বিরোধীদের লাগাতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপক্ষে। তবে তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিলেও বিক্ষোভের আঁচ কমেনি। শনিবার কলম্বো রাজপথে বিক্ষোভ দেখিয়েছেন হাজার হাজার মানুষ। রাষ্ট্রপতি ভবনে তাঁরা ঢুকে পড়লে ভয়ে পালিয়েছেন গোতাবায়া।

এহেন পরিস্থিতিতে গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ভিডিও। যেখানে কোথাও দেখা গিয়েছে, রাষ্ট্রপতি ভবনের সুইমিংপুলে নেমে স্নান করছেন বিক্ষোভকারীরা। আবার কোথাও দেখা গিয়েছে প্রাসাদ থেকে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা। শ্রীলংকার স্থানীয় সংবাদ মাধ‌্যম ডেইলি মিরর জানিয়েছে, নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে টাকা। কিন্তু কত টাকা উদ্ধার করা হয়েছে, তার হিসেব মেলেনি।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার পানশালায় আচমকাই এলোপাতাড়ি গুলি, মৃত ১৪

এর পরই প্রশ্ন ওঠে, যখন দেশ অর্থাভাবে ভুগছে তখন বিদেশের কাছ থেকে নতুন করে হাত পাততে হচ্ছে সরকারকে। এদিকে রাষ্ট্রপতি ভবন থেকে পাওয়া যাচ্ছে টাকা। হতবাক সকলেই। এখন প্রশ্ন, কোথায় রয়েছেন রাষ্ট্রপতি? বুধবার তিনি পদত্যাগ করবেন বলে জানা গিয়েছে। এরপর আরও দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। এই নিয়ে গত দু’দিনে চারজন মন্ত্রী পদ ছেড়েছেন দিন দিন জটিল থেকে জটিলতর হয়ে উঠছে শ্রীলঙ্কার আবহাওয়া।

You may also like