মহানগর ডেস্ক: ভারতের মানুষ করোনা মহামারী (Corona) থেকে রক্ষা পেয়েছে শুধুমাত্র নরেন্দ্র মোদির কারণে। রবিবার বিহারের বিজেপি নেতা (BJP) রাম সুরত রাই (Ram Surat Rai) দাবি করেছেন, করোনা থেকে দেশবাসী বেঁচেছে প্রধানমন্ত্রীর কৃপায়। এদিন প্রধানমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে পাকিস্তানের সমালোচনাও করেছেন বিজেপি নেতা।
মুজফ্ফরনগরের একটি সভায় বিজেপি নেতা বলেছেন, মোদির নেতৃত্বে বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ কর্মসূচি চলছে এদেশে। করোনার পরেও ভারতের মানুষ ভালো রয়েছে। আর তার যাবতীয় কৃতিত্ব যায় নমোকে। তাঁর বক্তব্য, “আপনি যে বেঁচে আছেন, এর গোটা কৃতিত্বটাই নরেন্দ্র মোদির। মহামারী পরিস্থিতির মধ্যেও তিনি টিকা তৈরি করেছেন এবং দেশবাসীর কাছে তা তড়িঘড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন”।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করার পরক্ষণেই তিনি বলেন, “পাকিস্তানিদের সঙ্গে কথা বলুন, আমরা ওখানকার পরিস্থিতি দেখেছি টিভি চ্যানেলে। আমরা ভারতীয়রা অনেক শান্তিতে আছি”। এক কথায় তিনি বলতে চেয়েছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বের কারণেই করোনার দরুন ভারতে সেরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি। পাশাপাশি তিনি দাবি করেছেন, মোদির পরিকল্পনার জেরে এদেশে বেশি মানুষের মৃত্যু হয়নি।
প্রসঙ্গত, গত ১৭ জুলাই দেশ ২০০ কোটি টিকাকরণের মাইলস্টোন ভেঙেছে। টিকাকরণ শুরু হওয়ার পর প্রায় ১৮ মাস লাগল এই মাইলস্টোন ছুঁতে। এই মুহূর্তে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে বিনামূল্যে। যদিও করোনার গ্রাফ এখনও উর্ধ্বমুখী। বিগত দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজারেরও বেশি মানুষ। এদিন আক্রান্তের সংখ্যা ২০ হাজার না ছুঁলেও তার কাছাকাছি গিয়েছে। এই আবহে বিজেপি নেতার মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে।