মহানগর ডেস্ক: বুধবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের একটি ছবি টুইট করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। সঙ্গে পোস্ট করেছেন প্রেমচাঁদের দুটি লাইন। যেই লাইনের মানে দাঁড়ায়, জীবনের সবচেয়ে সহজ জিনিস হল কাছের এবং প্রিয়জনকে ধোকা দেওয়া। সঞ্জয় রাউত সোশ্যাল মিডিয়ায় পোস্টটি করেছেন, যখন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি।
এর আগেও আর্থিক তছরুপের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রথমে তিনি হাজিরা দিতে অস্বীকার করেছিলেন। কারণ হিসেবে বলেছিলেন, তৎকালীন মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির কথা। ফের তাঁকে তলব করা হলে, তিনি হাজিরা দেন ইডির অফিসে। তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে গিয়েছেন রাউত।
संसार में सबसे आसान काम
अपनेको धोखा देना हैं…!
प्रेमचंद. pic.twitter.com/5ysO2XE86t— Sanjay Raut (@rautsanjay61) July 20, 2022
এদিকে বিধানসভার পর লোকসভার সদস্যদের হারাতে বসেছে ঠাকরে শিবির। সেনার ১২ জন সদস্য শিণ্ডে শিবিরে যোগ দিতে পারে বলে, খবর। এমনকি তাঁরা দেখা করেছেন ওম বিড়লার সঙ্গেও।সঞ্জয় রাউত মঙ্গলবার জানিয়েছিলেন, ‘পিছন থেকে মারা খঞ্জরগুলি যখন গোনা হয়েছিল, তখন তা আগে দেওয়া আলিঙ্গনের সমান সংখ্যায় দাঁড়িয়েছিল’।
অন্যদিকে রাহুল শেওয়ালে বলেছেন, গত বছরের জুনে শিবসেনা সাংসদরা ঠাকরেকে মহা বিকাশ আঘাদি জোট থেকে বিচ্ছিন্ন হয়ে বিজেপির সঙ্গে মিত্রতা স্থাপনের কথা বলেছিলেন। কিন্তু তাতে রাজি হননি উদ্ধব ঠাকরে। অনেক প্রচেষ্টা করেও, তাঁকে বিজেপির সঙ্গে মিত্রতা স্থাপনে রাজি করানো যায়নি। ২০২৪-এর সংসদীয় নির্বাচনে জয়লাভ করা কঠিন হবে ভেবেই ঠাকরেকে এই প্রস্তাব দিয়েছিলেন সেনা সংসদরা। অবশেষে এখন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ শিণ্ডে। এদিন সঞ্জয় রাউতের সোশ্যাল মিডিয়া পোস্টে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।