মহানগর ডেস্ক: আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে মহারণ। মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। মেলবোর্নে টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচের (T-20 World Cup Cricket) দিকে তাকিয়ে বিশ্বের তামাম ক্রিকেট প্রেমীরা। কারণ এ খেলাতে অংশ নিতে চলেছে ভারত এবং পাকিস্তান। ফলে শুরু হয়েছে ক্রিকেট জ্বর। গ্যালারিতে জমায়েত হতে শুরু করেছেন দু দেশের সমর্থকরা। টেনশনে টগবগ করে ফুটছেন দু দেশের সমর্থকরা। আসলে ভারত-পাকিস্তান মানেই একটা আলাদা একটা ব্যাপার।
তবে এ খেলায় সব থেকে আশ্চর্য ঘটনা হল সবুজ জার্সিতে বিরাট কোহলির নাম লেখা পাক সমর্থকদের উপস্থিতি, (The Green Jersey Of Pakistan Had Kohli’s Name) যা দেখে যার-পর-নাই আহ্লাদিত ক্রিকেট অনুরাগীরা। জার্সিতে শুধু কোহলির নামই নয়, তাঁর নম্বর আঠেরোও লেখা রয়েছে। সীমান্তের বাধা পেরিয়ে প্রিয় ক্রিকেটারের নাম লেখা জার্সি পরে চলে এসেছেন পাকিস্তানের সমর্থকও। তাঁরা ক্রিকেটের রাজাকে সম্মান জানাতে চান, তাই ভেদাভেদ ভুলে সীমান্ত পেরিয়ে চলে এসেছেন সোজা মেলবোর্নে। থাকুক না দুদেশের মধ্যে কাশ্মীর নিয়ে মন কষাকষি। খেলা আর ভালোবাসা যেন কোনও বাধাই মানে না।
সোশ্যাল মিডিয়ায় এমন দৃশ্য দেখে শুধু নেটিজেনরাই নন। অধিকাংশ এহেন ঘটনায় খুশিতে আপ্লুত হয়ে পড়েছেন। পাক সমর্থকদের বিরাটকে ভালোবাসার এমন মন ভালো করে দেওয়া ছবি থেকে কেউ কেউ আবার নাকও কুঁচকেছেন। মহারণ শুরুর আগে কোহলির নাম লেখা পাক জার্সি নিয়ে এই আনন্দ বিদ্যুৎগতিতে ছড়িয়ে গিয়েছে সর্বত্র। কেউ কেউ পাক সমর্থকের আদিখ্যেতা দেখে মন্তব্য করতে ছাড়েননি। তবে অনেকেই প্রতিবেশি দেশে ভারতীয় ক্রিকেটারের ভক্তের এমন ভালোবাসা দেখে কুর্নিশ করতে ছাড়েননি। একাধিক নেটিজেন জানিয়েছেন পাকিস্তানে কোহলির প্রচুর ভক্ত রয়েছেন। তবে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট সেরকম কিছু খেলতে পারেননি বলে কেউ কেউ বিষয়টিকে ভালো নজরে দেখছেন না। যদিও অবিরল প্রশংসা তা ঢাকা পড়ে গিয়েছে।