Home Featured Calcutta High Court: চন্দন মন্ডল আদালতে হাজিরা দিতেই বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত পেলেন বিচারপতি

Calcutta High Court: চন্দন মন্ডল আদালতে হাজিরা দিতেই বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত পেলেন বিচারপতি

by Anamika Nandi
Calcutta High Court: চন্দন মন্ডল আদালতে হাজিরা দিতেই বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত পেলেন বিচারপতি

মহানগর ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন সিবিআই আধিকারিক উপেন বিশ্বাস রঞ্জন নামে একটি রূপক নাম তুলে ধরেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আজ চন্দন মন্ডলের বাড়িতে হানা দেয় ইডি। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চন্দন মন্ডলকে জিজ্ঞাসা করেন, সিবিআই তাঁকে ডেকেছে কি না। জবাবে চন্দন জানান, দুই বার ডেকেছে সিবিআই, আজ ইডি বাড়িতে গিয়েছে। পাশাপাশি উপেন বিশ্বাসকেও বিচারপতি প্রশ্ন করেন, তিনি চন্দন মণ্ডলকে চেনেন কি না। জবাবে প্রাক্তন সিবিআই কর্তা জানান, সামনা সামনি কখনও তাঁর সঙ্গে চন্দনের দেখা হয়নি।

অন্যদিকে, এদিন উপেন বিশ্বাস আদালতের কাছে মুখ বন্ধ খাম জমা করেন যেখানে তিনি বলেন, কিছু গুরুত্বপূর্ণ নথি রয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন আদালতে বলেন, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য এ দিন উপেন বিশ্বাস দিয়েছেন। সেগুলি সিবিআই-এর হাতে তুলে দেওয়া হচ্ছে। বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত আছে। এই নোটের উপর সিবিআই তদন্ত করবে।

চন্দন মন্ডলকে শুক্রবার বিচারপতি প্রশ্ন করেন, আপনার বিরুদ্ধে কী অভিযোগ জানেন? আপনি চাকরি দিয়েছেন টাকা নিয়ে। সেই অভিযোগের কথা অবশ্য আদালতে অস্বীকার করেছেন চন্দন মণ্ডল। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ‘রঞ্জন’ বলেন, একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে শুনেছি। তবে কারও কাছ থেকে টাকা নিইনি। চাকরিও দিইনি।

You may also like