মহানগর ডেস্ক : দি কাশ্মীর ফাইল ছবিকে ঘিরে শুরুর থেকেই বিতর্ক দানা বেঁধেছিল। তবে ছবি মুক্তির পর চূড়ান্তভাবে সফল বিবেক অগ্নিহোত্রীর এই ছবি। যদিও তারপরেও ছবিকে নিয়ে সমালোচনা বন্ধ হয়নি।
খোদ কাশ্মীরে অধিবাসীরা জানিয়েছিলেন ছবিতে যা দেখানো হয়েছে তা পুরোপুরি পরিচালকের কল্পনা। যার সঙ্গে বাস্তবের কোন মিল নেই কাশ্মীরের। এবার বাদ সাধলেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার প্রধান। জানালেন এই ছবি মূলত অপপ্রচার।
নাদাভ লাপিত ‘আইএফএফআই’য়ের প্রধান জানিয়েছেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর ছবি কাশ্মীর ফাইল যথাযথ নয়। শুধু তাই নয় ছবিকে ‘ভালগার’ পর্যন্ত বলেছেন তিনি। পরিচালক পুরোটাই একটি অন্য কিছু প্রচার চালাতে চেয়ে এই ছবি বানিয়েছেন এমনটাই দাবি করেছেন তিনি। তিনি আরো জানিয়েছেন,’ আমরা ১৪ নম্বর ছবি পর্যন্ত সবাই সাবলীল ছিলাম। তাদের সিনেমাটিক কোয়ালিটি অসাধারণ। কিন্তু যেই ১৫ নম্বর ছবি এলো অর্থাৎ কাশ্মীর ফাইল। আমরা সবাই ভীষণ বিরক্ত হচ্ছিলাম এবং চমকে গিয়েছিলাম। কিভাবে একটা ছবি সম্পূর্ণ অপপ্রচার, যথোপযুক্ত হীন ভাবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে’।
“All of us were disturbed and shocked by the film #KashmirFiles, which felt to us as a propaganda vulgar movie, inappropriate for the artistic competitive section of such a prestigious film festival.” – IFFI Jury Head Nadav Lapid.
Kudos to the Jury for calling a spade a spade 🙌 pic.twitter.com/YU6ddw4lQ1
— Siddharth (@DearthOfSid) November 28, 2022
তবে ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অনুপম খেরের নজর এড়ায়নি লাপিতের বক্তব্য। তিনি সেই ভাইরাল ভিডিও টুইটারে শেয়ার করে লিখেছেন,’ কোন ব্যাপার না যতই তুমি মিথ্যে কথা বলো। এটা সব সময় সত্যির কাছে হেরে যাবে’। বার্তা শোনা গিয়েছে ছবির সঙ্গে যুক্ত অশোক পন্ডিতের গলায়।
झूट का क़द कितना भी ऊँचा क्यों ना हो..
सत्य के मुक़ाबले में हमेशा छोटा ही होता है.. pic.twitter.com/OfOiFgkKtD— Anupam Kher (@AnupamPKher) November 28, 2022
উল্লেখ্য ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের ওপর এ বছরের গল্পকে নিয়ে তুলে ধরা হয়েছে দি কাশ্মীর ফাইলস। চলতি বছর মুক্তি পায় এই ছবি। যা বলিউডের অন্যতম সফল ছবি হিসেবে চিহ্নিত।