Home Featured Eknath Shinde: সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে MVA সরকার, পিটিশনে দাবি শিন্ডের

Eknath Shinde: সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে MVA সরকার, পিটিশনে দাবি শিন্ডের

by Anamika Nandi
Eknath Shinde: সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে MVA সরকার, পিটিশনে দাবি শিন্ডের

মহানগর ডেস্ক: মহারাষ্ট্রের মহা নাটকে এবার নয়া মোড়। শিবসেনার (Shivsena) বিদ্রোহের আঁচ পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সোমবার শীর্ষ আদালতে (Supreme Court) পিটিশন দাখিল করেছেন একনাথ শিন্ডে (Eknath Shinde)। সেখানে লেখা রয়েছে, ‘মহা বিকাশ আঘাদি জোট তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে কারণ শিবসেনার ৩৮ জন বিধায়ক পার্টি ছেড়ে বেরিয়ে এসেছেন’।

আরও পড়ুন: উদ্বোধনের দিনই ভয়াবহ দুর্ঘটনা,মৃত্যু ২

এদিন শিন্ডে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এমভিএ সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করেছে ৩৮ জন বিধায়ক। জোর দিয়ে তিনি বলেছেন এই সরকার সংখ্যালঘু হয়ে গিয়েছে কারণ শিবসেনা পরিষদীয় দলে 38 জন সদস্য পার্টি ছেড়ে বেরিয়ে এসেছে। শীর্ষ আদালতে শুনানির আগে ফের শিবিরকে নিষিদ্ধের পাশাপাশি তিনি টুইটারে প্রশ্ন করেছেন সরকারে ছাগলের সঙ্গে বসতে আপনার কি কষ্ট হয় না যে ব্যক্তি হিন্দু হৃদয় সম্রাট বালাসাহেব ঠাকরে কে কারারুদ্ধ করেছিলেন।

সুপ্রিম কোর্টে শিন্ডে জমা করলেন পিটিশন

এদিকে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকা হয়েছে। এই রাজনৈতিক অস্থিরতার মাঝে রাজ ঠাকরের সঙ্গে পরামর্শ করছেন শিন্ডে। নতুন করে জল্পনা তৈরি হয়েছে, তবে কি এবার MNS প্রধানের সঙ্গে হাত মেলাবেন শিন্ডে? মহারাষ্ট্রে চলমান রাজনৈতিক নাটক দিন দিন জটিল থেকে জটিলতর হয়ে উঠছে।

You may also like