মহানগর ডেস্ক: ইউক্রেনকে (Ukraine) প্রায় ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার সারা বিশ্বে মহা বিপর্যয় ঘটানোর হুমকি (Global Catastrophe Warning) ভ্লাদিমির পুতিনের মুখে। সাফ জানিয়েছেন যদি ন্যাটো বাহিনী ( Nato) রাশিয়ার সেনাদের সঙ্গে সঙ্ঘর্ষে লিপ্ত হয়,তাহলে সারা বিশ্ব মহাবিপর্যয়ের মুখে পড়বে। তবে কী সেই মহাবিপর্যয়, তা খোলশা করেননি রাশিয়ার শাসক (Vladimir Putin)। খুব সম্ভবত পরমাণু যুদ্ধের কথাই তিনি বলতে চেয়েছেন বলেই মনে করা হচ্ছে। এই হাড়হিম করা হুমকি তিনি দিয়েছেন কাজাখস্তানের রাজধানী আসতানায় এক সাংবাদিক বৈঠকে।
পুতিন বলেছেন,যদি কোনও অবস্থায় রাশিয়ার সেনাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, সেটা খুবই ভয়ঙ্কর ব্যাপার হবে কারণ ওই পদক্ষেপ বিশ্বজুড়ে মহাবিপর্যয়ের সৃষ্টি করবে। যাঁরা এ কথা বলছেন, কথাগুলো বেশ ভালো শোনালেও এমন পদক্ষেপ নেওয়াটা ঠিক কাজ হবে না। এর আগে গতমাসে ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের দখলে নেওয়ার পর পুতিন হুমকি দিয়েছিলেন রাশিয়া ওই অঞ্চলগুলি রক্ষা করতে তারা পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে। রাশিয়ার ওই পদক্ষেপকে এ সপ্তাহে তীব্র নিন্দা করে রাষ্ট্রসঙ্ঘ। মঙ্গলবার জি-সেভেন ভুক্ত দেশগুলি হুঁশিয়ারি দিয়ে জানায় ইউক্রেনে পরমাণু অস্ত্রের ব্যবহার করা হলে তার মারাত্মক ফল হতে পারে।
জি-সেভেন দেশগুলি জানিয়েছিল রাশিয়ার ক্রমবর্ধমান হামলার তারা তীব্র নিন্দা করছে। এবং পরমাণু হামলার হুমকি দিয়ে তারা বিশ্বের শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে দাঁড় করিয়েছে। জি দেশ অন্তর্ভুক্ত ব্রিটেন, জার্মানি,ইটালি, কানাডা, আমেরিকা,ফ্রান্স ও জাপান জানিয়েছে তারা আবার নিশ্চিত করে জানাচ্ছে রাশিয়া যদি রাসায়নিক,জৈব ও পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে তার ফল মারাত্মক হবে। এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর বক্তৃতায় রীতিমতো হুমকির সুরে জানিয়েছেন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের মাত্রা বাড়াতে থাকলে পরমাণু অস্ত্র আর্মাগেডন পাল্টা তাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে।