মহানগর ডেস্ক: ১৮ জুলাই অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন (Monsoon Session)। জানা গিয়েছে, এবারের অধিবেশনে মোট ২৪টি বিল আনতে চলেছে প্রধানমন্ত্রীর সরকার। যার মধ্যে সংবাদপত্র এবং ডিজিটাল মাধ্যম নিয়ন্ত্রণ সংক্রান্ত বিলের খসড়া তৈরি হয়ে গিয়েছে। সূত্র অনুযায়ী, সংবাদপত্রের সঙ্গে ডিজিটাল সংবাদমাধ্যমের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হতে চলেছে। সেইসঙ্গে সেনানিবাসগুলির প্রশাসনকে আধুনিকীকরণ ও গণতান্ত্রিকীকরণের জন্য একটি বিল, সরকারের ভূমিকাকে যৌক্তিক করার জন্য একটি আইন এবং সমবায় সমিতিগুলিকে নতুন অর্থনৈতিক পরিবেশে প্রতিযোগিতা করতে সক্ষম করার জন্য একটি আইন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (NITIE) মুম্বইকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে পরিণত করার জন্য একটি প্রস্তাবিত আইন আনতে চলেছে মোদি সরকার।
আসন্ন অধিবেশনে সরকার যে বিলগুলি আনার পরিকল্পনা করছে তার মধ্যে ক্যান্টনমেন্ট বিলটি হবে একটি। অন্যদিকে আগে একাধিকবার ডিজিটাল সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের বিল আনার চেষ্টা করেছে মোদি সরকার। কিন্তু সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার অভিযোগ ওঠে কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে। অবশেষে এই বিলটি বাদল অধিবেশনে আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে বিদ্যুৎ সংশোধনী বিলও আনা হবে বলে জানা গিয়েছে। তবে এই বিল সংসদে আনা হলে ধর্মঘটে শামিল হবেন বিদ্যুৎ ক্ষেত্রের সঙ্গে যুক্ত ২৭ লক্ষ কর্মচারী এবং ইঞ্জিনিয়ার।
ইঞ্জিনিয়ার এবং কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে,’ তাড়াহুড়ো করে বাদল অধিবেশনে এই বিল আনা উচিত হবে না। বিদ্যুৎ ক্ষেত্রের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে গ্রাহক ও কর্মীদের সঙ্গে আলোচনা করা গুরুত্বপূর্ণ। আসন্ন অধিবেশনে সংসদ ভবনে জারি থাকছে কোভিড বিধি। সংসদ ভবনের সেন্ট্রাল হলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকছে। বিগত কয়েকবারের মতো এবারও সংবাদমাধ্যমের প্রবেশের উপর নিয়ন্ত্রণ রাখা হয়েছে। রাজ্যপাল, কেন্দ্রীয় ও রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন সাংসদ ছাড়া অন্য কেউ সেন্ট্রাল হলে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে।