Home Featured Mamata Banerjee: ঢেলে সাজানো হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা, বসানো হচ্ছে ওয়াচ টাওয়ার

Mamata Banerjee: ঢেলে সাজানো হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা, বসানো হচ্ছে ওয়াচ টাওয়ার

by Anamika Nandi
Mamata Banerjee: ঢেলে সাজানো হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা, বসানো হচ্ছে ওয়াচ টাওয়ার

মহানগর ডেস্ক: গত সপ্তাহের শনিবার মধ্যরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এর কালীঘাটের বাড়িতে পাঁচিল টপকে ঢুকে পড়েছিল এক দুষ্কৃতী। প্রায় ৭ ঘন্টা ঘাপটি মেরে বসে ছিল সেই দুষ্কৃতী। এরপর টের পায় নিরাপত্তার রক্ষীরা। এবং কালীঘাট থানার হাতে তুলে দেওয়া হয় সেই দুষ্কৃতিকে। আর এরপরেই মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। প্রশ্ন তুলেছেন রাজনৈতিক ব্যক্তিরাও। কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল প্রশাসনকেও। তাই তড়িঘড়ি নবান্নে বসে ছিল জরুরী বৈঠক। সেখান থেকেই ঠিক হয় কিভাবে নিরাপত্তা বাড়ানো যাবে মুখ্যমন্ত্রীর বাড়ির। এবার তাই বাস্তবে ঘটানো হল। মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে বসছে অ্যালমুনিয়ামের শিটের প্রাচীর, তৈরি হচ্ছে ওয়াচ টাওয়ারও৷ পাশাপাশি বাড়ানো হচ্ছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীর সংখ্যাও৷

নবান্ন সূত্রে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে মুখ্যমন্ত্রীর বাড়ির পিছন দিকের পাঁচিল বরাবর জায়গা ১৩ থেকে ১৪ ফুট অ্যালুমিনিয়াম শিট দিয় ঘিরে দেওয়া হবে৷ এতদিন মুখ্যমন্ত্রীর বাড়ির পিছন দিকে কংক্রিটের দেওয়াল ছিল। কংক্রিটের দেয়ালের পাশাপাশি থাকবে অ্যালুমিনিয়াম সিেটর প্রাচীর। এই অ্যালমুনিয়াম শিটের প্রাচীর টপকে সহজে কেউ উঠতে পারবে না।

এছাড়াও কড়া নজরদারি চালাতে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বসানো হচ্ছে ওয়াচ টাওয়ার। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে এবার থেকে প্রতি শিফটে ৩০ জন পুলিশকর্মী থাকবেন৷ সিসিটিভি-র নজরদারিও আরও বাড়ানো হবে৷ শুধু মুখ্যমন্ত্রীর বাড়ি নয়, গত শনিবারের ঘটনার পর নবান্নের নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরালো করা হয়েছে৷

You may also like