Home Featured The shortest man Marries : সামনেই মালাবদল, বিয়েতে মোদী আর যোগীকে নেমন্তন্ন করতে চায় আড়াই ফুটের মনসুর!

The shortest man Marries : সামনেই মালাবদল, বিয়েতে মোদী আর যোগীকে নেমন্তন্ন করতে চায় আড়াই ফুটের মনসুর!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: খবরটা পড়ে চমকে যাবেন না। কারণ খবরটা পুরোপুরি সত্যি (Real Incident)। যাকে বলে একশো ভাগ সত্যি। সামনেই যোগী রাজ্যের শামলি জেলার বাসিন্দা আজিম মনসুরির বিয়ে। পাত্রীও ঠিক করা রয়েছে। বিয়ে তো হতেই পারে। এ আর নতুন কি! লোকে একটা কেন, দুইয়ের বেশি বিয়ে করে থাকে। কিন্তু এই বিয়ের বিশেষত্ব কি। হ্যাঁ, বিশেষত্ব আছে বৈকি! পাত্র লম্বায় আড়াই ফুটেরও কম (The shortest man Marries) । পাত্রীর উচ্চতা তিন ফুট। নভেম্বরেই মালা বদল করবে ওরা। আর তাদের বিয়েতে কাকে কাকে নেমন্তন্ন করবেন, তা জানলে কিন্তু এবার আপনি অবাক হবেনই। মনসুরির বড় ইচ্ছে তাদের বিয়েতে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Chief Minister Yogi Aditya nath) নেমতন্ন করবে।

আজিম জানিয়েছেন, নভেম্বর তারা মালাবদল করবেন। তাদের খুব ইচ্ছে বিয়েতে প্রধানমন্ত্রী ও এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে নেমতন্ন করবে। দিল্লিতে গিয়ে তাঁদের নেমতন্ন করে আসবেন। পাত্রীর খোঁজ করছিলেন বহু বছর ধরে। কিন্তু পাত্রী তো আছেই। কিন্তু তার মতো আড়াই ফুটেরও কম লম্বা পাত্রীর খোঁজ পাওয়া ছিল। বিয়ের ব্যাপারে নেতা,আমলাদের দরজায় দরজায় বহুবার ঘুরেও কোনও সুরাহা হয়নি। ২০১৯ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকেও পাত্রীর ব্যাপারে আবেদন জানিয়েছিলেন। তার জীবনে ঠিকঠাক পাত্রী পাওয়াটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। শেষমেশ হাপুর জেলায় তার স্বপ্নের পাত্রীর সন্ধান পায় মনসুর। ২০২১ সালের মার্চে সে তিন ফুট লম্বা বুশারার খোঁজ পাওয়া যায়। এপ্রিলে তারা বিয়ে করার মনস্থ করে। বুশারা জানায় গ্র্যাজুয়েশন শেষ করে সে মনসুরের গলায় মালা দেবে। শেষপর্যন্ত তাদের বিয়ের দিন ঠিক হয়েছে নভেম্বরের সাত তারিখে। বিয়ের জন্য বিশেষ শেরওয়ানি এবং তিনটি স্যুট তৈরি করেছে সে। বিয়ে বলে কথা! মনসুর একটি কসমেটিকসের দোকান চালায়। রোজগারও ভালো। পরিবারের ছজন ভাইয়ের মধ্যে মনসুরই সবার ছোট। স্কুলে যখন পড়াশোনা করতো,তখন মনসুর তার উচ্চতা নিয়ে নানাজনের বিদ্রুপ হেলায় মোকাবিলা করেছে। ক্লাস ফাইভে পড়াশোনা ছেড়ে কসমেটিকসের দোকানে সাহায্য করা শুরু করে।

You may also like