Home Featured Tripura: গল্প ওতো ছোটো নয়! তৃণমূলের তারকা প্রচারক তালিকা প্রকাশের পরেই বিজেপির বাক্য-বোমা

Tripura: গল্প ওতো ছোটো নয়! তৃণমূলের তারকা প্রচারক তালিকা প্রকাশের পরেই বিজেপির বাক্য-বোমা

by Anamika Nandi

মহানগর ডেস্ক: সামনেই ত্রিপুরার (Tripura) উপনির্বাচন। তার আগে ত্রিপুরেশ্বরী রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য, কেন্দ্রীয় নেতারা তাঁকে ৩ বা ৭ মাসের জন্য মুখ্যমন্ত্রী করেননি। মানিক সাহার (Manik Saha) কথায়, আগামী বছরের শুরুতে বিধানসভা নির্বাচনে তিনি শীর্ষস্থানীয় অবস্থান গ্রহণ করবেন। এক কথায় তিনি বলতে চেয়েছেন, গল্পটা অনেক বড়। ৩ বা ৭ মাসেই তা শেষ হয়ে যাবে না। বিপ্লব কুমার দেব (Biplab Kumar Deb) মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে আসার পরদিনই সেই দায়িত্ব গ্রহণ করেছেন মানিক সাহা।

আগামী ২৩ জুন চারটি বিধানসভা আসনের উপনির্বাচন রয়েছে। ইতিমধ্যেই তার জন্য প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিকে সাহা বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাদের আস্থা বাড়িয়েছেন আমার উপর”। ছয় মাসের মধ্যে বিধানসভার সদস্য হওয়ার জন্য প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:বর্ধিত গরমের ছুটিতে জের, পিছিয়ে যেতে পারে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর একাধিক পরীক্ষা

কংগ্রেস থেকে বিজেপিতে আসা ৬৯ বছর বয়সী এই নেতা টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত তিনজন বিজেপি বিধায়কের পদত্যাগ ও সিপিএম বিধায়ক রমেন্দ্র চন্দ্র দেবনাথের মৃত্যুর পরে উপনির্বাচনের প্রয়োজন ছিল। তৎকালীন সিএম বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে বিজেপির বেশকিছু বিধায়কের একধিক অভিযোগ ছিল। যার ফলে তিনজন দল ছেড়ে ছিলেন। যাদের মধ্যে থেকে কেউ তৃণমূল তো কেই কংগ্রেসে যোগ দিয়েছেন।

অন্যদিকে ত্রিপুরেশ্বরী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শনিবার নয়াদিল্লিতে দলের প্রধান জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন। জানা গিয়েছে, সেইসঙ্গে আগরতলায় বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও ইনচার্জ বিনোদ সোনকারের সঙ্গেও বৈঠক বসেছিলেন তিনি। নিজেই টুইটারে তা জানিয়েছেন বিপ্লব কুমার দেব। এদিকে এদিন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক সফরে এসে একহাত নেন গেরুয়া শিবিরকে। তাঁর কথায়, বিজেপি যদি ভাইরাস হয় তৃণমূল হল ভ্যাকসিন। তাঁর মতে, TMC-কে ভয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি।

You may also like