Home Featured Weather Update: আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাওয়া বদলাতে পারে দক্ষিণবঙ্গের, জানাল আবহাওয়া দফতর 

Weather Update: আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাওয়া বদলাতে পারে দক্ষিণবঙ্গের, জানাল আবহাওয়া দফতর 

by Anamika Nandi

মহানগর ডেস্ক: চলতি বছর সেভাবে বর্ষার দেখা মেলেনি দক্ষিণবঙ্গে। আবহবিদের কথায়, প্রায় ৬৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও একটানা বৃষ্টির দেখা নেই। বজায় রয়েছে আদ্রতা জনিত অস্বস্তি। আবহাওয়া দফতর (Alipur Weather Office) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে হাওয়া বদলাতে পারে।

হাওয়া অফিস সূত্রে, বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিলোত্তমায়। আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, আগামী ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ। বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু একটানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। কারণ চলতি বছরে বৃষ্টির ঘাটতি রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একটি মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যভারত হয়ে ছত্তিশগড় ও ওড়িশার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। কিন্তু তার ফলে কোনও প্রভাব পরবে না রাজ্যে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গে বৃষ্টিপাত অনেকটাই বেশি হয়েছে। সাময়িক বিরতির পর ১৮ জুলাই থেকে ফের উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। আগামী কয়েক দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু চলতি বছরে বৃষ্টি কম হচ্ছে দক্ষিণবঙ্গে। কারণ এবছর নিম্নচাপ নেই।

You may also like