Home Featured Dilip Ghosh: গোটা বাংলা জুড়ে বোমা-বন্দুকের কারখানা রয়েছে: দিলীপ ঘোষ 

Dilip Ghosh: গোটা বাংলা জুড়ে বোমা-বন্দুকের কারখানা রয়েছে: দিলীপ ঘোষ 

by Anamika Nandi

মহানগর ডেস্ক: বর্তমানে রাজ্যের সময় যত এগোচ্ছে ততই যেন বন্দুক বোমার খেলা বাড়ছে। প্রায় নিত্যদিনই শোনা যায় বোমা বাঁধতে গিয়ে কেউ মারা গিয়েছে, কেউ গুলির আঘাতে মারা গিয়েছে। সম্প্রতি ভাটপাড়ায় পরপর কয়েকদিনে একাধিক ফেটেছে বোমা। রবিবার ভোর রাতে মালদার মানিকচক থানা এলাকায় বোমা ফেটে মৃত্যু হয়েছে এক যুবককের। পরপর রাজ্যের বিভিন্ন জায়গায় গুলি বোমার পরিস্থিতি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় দিলীপ ঘোষ (Dilip Ghosh) বর্তমান রাজ্য সরকারকে একহাত নিয়েছেন।

তিনি জানিয়েছেন, বাংলায় বোমা বন্দুকের কারখানা। রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই সেই কারখানা দেখতে পাওয়া যায়। কিন্তু বিশেষত বেশ কয়েকটি জায়গা যেমন, ভাটপাড়া, ব্যারাকপুর, সেখানে প্রায়শই হয়ে চলেছে বোমা বিস্ফোরণ। তিনি আরও জানিয়েছেন, অর্জুন সিং এর দল ছাড়া আর কারণ কি! সাংসদ দাবি করেছেন, অর্জুন সিং দল ছেড়েছিলেন কারণ ভাটপাড়ায় সারাক্ষণ তাঁকে বোমাবাজি, বন্দুক দিয়ে ভয় দেখানো হতো।

পাশাপাশি বিজেপি নেতা আরও বলেছেন, মালদা মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় আইন নেই গঙ্গার দুই ধারে অবাধে চলছে বোমা বন্দুকের খেলা। দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি জানিয়েছেন, বিজেপি নেতা হয়তো ভুলে যাচ্ছেন ক্রাইম রিপোর্ট অনুযায়ী দেশের যে রাজ্যগুলির নাম প্রথমে উঠে আসে, সেই নামগুলির মধ্যে বেশ কয়েকটি নাম থাকে বিজেপি পরিচালিত রাজ্যর।

You may also like