Home Top Stories Sreelekha Mitra: ‘দীপাবলিতে কুকুর-বিড়ালদের লেজে বাজি ফাটানো হলে খবর আছে’, হুঁশিয়ারি শ্রীলেখা মিত্রের

Sreelekha Mitra: ‘দীপাবলিতে কুকুর-বিড়ালদের লেজে বাজি ফাটানো হলে খবর আছে’, হুঁশিয়ারি শ্রীলেখা মিত্রের

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: রাত পোহালেই কালীপুজো আর কালীপুজোর আগেই রাজ্য জুড়ে শোনা যাচ্ছে বাজির শব্দ। মাঝেমধ্যেই আমার আপনার পাড়ায় শোনা যাচ্ছে চকলেট বোমের শব্দ। যার ফলে চারপেওরা রীতিমতো সেই শব্দে লাফালাফি এবং কোথায় লুকানো যায় তা নিয়ে ভয় পেতে শুরু করেছে। এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় শব্দবাজি নিয়ে হুঁশিয়ারির বার্তা দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।

এদিন শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় লেখেন, “এর মধ্যেই শব্দবাজির আওয়াজ পাওয়া যাচ্ছে। বয়স্ক মানুষদের এবং কুকুর-বিড়ালদের কথা ভেবে উৎসবের রাজ্যে একটু নাহয় উৎসব কম হোক। মানুষের তুলনায় ওরা অনেক বেশি শোনে। সবাই বেঁচে থাকুক। গতবারের মতো এবার যদি শোনা যায় কুকুরের লেজে বাজি ফাটানো হয়েছে তাহলে তাঁর খবর আছে। সাবধান করলাম।”

বরাবরই আমরা দেখে এসেছি, সমাজের যেকোনও সচেতনতামূলক কাজে সর্বদা এগিয়ে এসেছেন অভিনেত্রী। বিশেষ করে পশুদের প্রতি তার যে প্রেম তা কখনওই লুকানো থাকেনি। তিনি পথ কুকুরদের জন্য বরাবরই সচেতন। এবারও সোশ্যাল মিডিয়ারদের পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য হুঁশিয়ারি প্রদান করলেন।

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শনিবার গেট আন্দোলনকারীদের সমর্থনে পথে আন্দোলনে নেমেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেখানে মিছিলের শেষে তাঁকে বক্তব্য রাখতেও দেখা যায়।

You may also like