মহানগর ডেস্ক: মাঝেমধ্যেই শোনা যায়, মোদি সরকারের আমলে বদলে যেতে পারে ভারতীয় নোট (Indian Currency)। সম্প্রতি জানা গিয়েছিল, মহাত্মা গান্ধীর ছবির সঙ্গে নোটে থাকবে আরও দুই কৃতির ছবি। একজন হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) এবং অন্যজন প্রাক্তন রাষ্ট্রপতি তথা ‘মিশাইল ম্যান’ আব্দুল কালাম (APJ Abdul Kalam)। তবে এদিন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) বিবৃতিতে বলা হয়েছে, নোটে কোনও বদল ঘটছে না।
বিগত দিনে শোনা গিয়েছিল, ভারতীয় নোটে গান্ধীর সঙ্গে রবীন্দ্রনাথ ও কালামের ছবিও থাকবে এবার থেকে। এমনকি জানা গিয়েছিল, সেন্ট্রাল ব্যাঙ্ক এবং সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া দিল্লি আইআইটি অধ্যাপকের কাছে গান্ধীজির সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও কালামের ছবি দেওয়া দুটি করে নোটের স্যাম্পেল পাঠিয়েছে। তাঁর পছন্দ হলে তবেই মিলবে সবুজ সংকেত। কিন্তু এদিন অন্য কথা বলছে আরবিআই। জানানো হয়েছে, বর্তমান ব্যাঙ্ক নোটে কোনও পরিবর্তন আনার পরিকল্পনা নেই তাদের। সড়ানো হচ্ছে না মহাত্মা গান্ধীর ছবিও।
আরও পড়ুন: আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রী, বিরোধিতায় বিজেপি বিধায়কেরা
এদিকে ভারতীয় নোটে কেন সুভাষচন্দ্র বসুর ছবি থাকবে না? তা নিয়ে ২০১৭-তে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। এমনকি হাইকোর্টও আরবিআই-এর কাছে এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল। তবে সরাসরি সেই উত্তর পাওয়া না গেলেও, এদিন দেশের শীর্ষ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, ভারতীয় নোট থেকে মহাত্মা গান্ধীর ছবি সরানো হচ্ছে না। আর না অন্য কারোর ছবি যুক্ত করা হচ্ছে।