মহানগর ডেস্ক: আর রইল না কোনও বাধা। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন বাস্তবায়িত হতে চলেছে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশিকাকে বাতিল করে, প্রকল্প বাস্তবায়ন করতে নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court)।
মুখ্যমন্ত্রীর স্বপ্নের দুয়ারের রেশন প্রকল্প রাজ্যের খাদ্য আইনের পরিপন্থী, এই বলে এই প্রকল্প উপর স্থগিতাদেশ ঘোষণা করেছিল রাজ্যের সর্বোচ্চ আদালত। আদালতের এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্ত হয়েছিল রাজ্য সরকার। অবশেষে সেই দারস্তে মিলল সাফল্য।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল এই প্রকল্প। সেই সময় মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘তৃতীয়বারের মতো তৃণমূল যদি সরকার গঠন করে, তাহলে সাধারণ মানুষকে রেশন পেতে আর লাইনে দাঁড়াতে হবে না। সারাবছর বিনামূল্যে দেওয়া হবে রেশন। আর সেই রেশন পৌঁছে যাবে বাংলার মায়ের ঘরে ঘরে।’
এবার সুপ্রিম কোর্টের নির্দেশিকা রইল না আর কোনও বাধা। কারণ রেশন ডিলাররা বারংবার অভিযোগ জানাচ্ছিল, এই প্রকল্প বাস্তবায়িত করতে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিলেন যতই সমস্যা হোক না কেন, মানুষ বিপুল পরিমাণে ভোট দিয়েছে তৃণমূলকে। তাই সমস্ত বাধা উপেক্ষা করে তৃণমূল মানুষের ঘরে পৌঁছে দেবে রেশন।