মহানগর ডেস্ক: বৃষ্টি কোথায়? মরশুমের শুরু থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত (Thunderstorm) হয়েই চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে বৃষ্টির ছিঁটেফোটা মাত্র নজরে এসেছে দক্ষিণবঙ্গে (South Bengal)। আবহাওয়াবিদদের কথায়, নিম্নচাপ তৈরি না হওয়া পর্যন্ত, সেভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, এই বছর দুর্বল মৌসুমী বায়ু। সেইসঙ্গে নতুন করে কোনও নিম্নচাপ তৈরি হয়নি। তাই সেভাবে ভারী বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি রয়েছে ৪৯ শতাংশ। যেখানে ইতিমধ্যেই জলের তলায় উত্তরবঙ্গের প্রায় একাধিক জায়গা। চলতি বছরে সেখানে সময়ের আগেই প্রবেশ করেছে বর্ষা। স্বাভাবিকের তুলনায় ৫০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে সেখানে। হাওয়া অফিস সূত্রে, দক্ষিণবঙ্গে জুন মাসে বৃষ্টি হয়েছে ১১৫ মিলিমিটার। যেখানে বৃষ্টিপাত হওয়ার কথা ২৮৩ মিলিমিটার। এর আগেও অনেক সময় দক্ষিণবঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাত হয়নি।
আরও পড়ুন: সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার জন্য দলের সদস্যদের ব্যবহার করছে বিজেপি: তৃণমূল
আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেইসঙ্গে এক-দু পশলা বৃষ্টি হতে পারে শহরতলীতে। আজ অর্থাৎ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। মূলত আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিম্নচাপ তৈরি না হওয়ায় মৌসুমী বায়ু প্রভাবিত হয়নি। ফলে এখনই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।