Home Featured Prophet Muhammad Row: কথা হয়নি সাসপেন্ডেড নেত্রীর কুরুচিকর মন্তব্য প্রসঙ্গে, টুইট মুছল ইরান

Prophet Muhammad Row: কথা হয়নি সাসপেন্ডেড নেত্রীর কুরুচিকর মন্তব্য প্রসঙ্গে, টুইট মুছল ইরান

by Anamika Nandi
Prophet Muhammad Row: কথা হয়নি সাসপেন্ডেড নেত্রীর কুরুচিকর মন্তব্য প্রসঙ্গে, টুইট মুছল ইরান

মহানগর ডেস্ক: ভারতীয় জনতা পার্টির (Bharatiya Janata party) সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) কুরুচিকর মন্তব্য প্রসঙ্গে কোনও আলোচনা হয়নি ইরান (Iran) বিদেশ মন্ত্রী ও অজিত ডোভালের (Ajit Doval)। ভারতের বিদেশ মন্ত্রকের মন্তব্যের পর বৃহস্পতিবার ওই প্রসঙ্গ সংক্রান্ত একটি বিবৃতি টুইটার থেকে মুছে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পিটিআই সূত্রে বিবৃতিতে বলা ছিল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আমির আবদোল্লাইয়াকে আশ্বস্ত করেছেন নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যকারীকে যথোপযুক্ত শিক্ষা দেওয়া হবে। পরে এই কথার হদিস যদিওবা মেলেনি ইরানের বিদেশমন্ত্রকের ওয়েবসাইটে। ভারতের বিদেশ দফতরের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনাতে এই বিষয়ে কোনও কথা হয়নি। ভারত আগেই বলে দিয়েছে, প্রাক্তন বিজেপি নেত্রীর মন্তব্য রাষ্ট্রের মতামতকে প্রতিফলিত করে না।

আরও পড়ুন: পণের লোভে স্ত্রীর আঙুল কাটলেন সেনা মেজর, পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মেয়ের বাবার

ইতিমধ্যেই মিসেস শর্মার মন্তব্যকে ঘিরে অশান্ত হয়ে উঠেছে ইসলামিক দুনিয়া। কাতার, কুয়েত সহ বিভিন্ন উপসাগরীয় দেশে বিপাকে পড়েছে ভারত সরকার। এমনকি জানা গিয়েছে, ফুটবল বিশ্বকাপের সময় কাতারে থাকতে চেয়ে সেই দেশের সরকারের কাছে আবেদন করেছিলেন এক ভারতীয়। কিন্তু তাতে সাড়া দেয়নি কাতার সরকার।

যার দরুন ওয়াকিবহাল মহলের একাংশের মতে, নূপুর শর্মার ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্যের জেরে হয়ত এবারের বিশ্বকাপে কোনও ভারতীয়ই কাতারের স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন না। সপ্তাহের শুরুতেই ইরান সহ ১৯টি মুসলিম প্রধান দেশ প্রাক্তন বিজেপি মুখপাত্রের মন্তব্যের নিন্দা করেছিল। এরপর এদিন এই সংক্রান্ত টুইট মুছে ফেলেছে ইরান।

You may also like