Home Featured Agnipath Scheme: ‘অগ্নিবীর নিয়োগে কোনও পরিবর্তন হবে না’, সাফ জানালেন সেনাপ্রধান 

Agnipath Scheme: ‘অগ্নিবীর নিয়োগে কোনও পরিবর্তন হবে না’, সাফ জানালেন সেনাপ্রধান 

by Anamika Nandi
Agnipath Scheme: 'অগ্নিবীর নিয়োগে কোনও পরিবর্তন হবে না', সাফ জানালেন সেনাপ্রধান 

মহানগর ডেস্ক: গত ১৪ জুন অগ্নিপথ প্রকল্পের (Agnipath Scheme) ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তারপর থেকেই বিক্ষোভের আগুনে জ্বলছে দেশের নানা প্রান্ত। এরমধ্যে মঙ্গলবার সেনাবাহিনীর (Indian Army) পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে। বলা হয়েছে যে, যুবকরা অগ্নিপথ যোজনার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেনাবাহিনীর জন্য দেশ প্রথম। অগ্নিবীর নিয়োগে কোনও পরিবর্তন হবে না। সংবাদ সম্মেলনে বলা হয়, এটা দেশপ্রেমের উপলক্ষ। যুবসমাজ যেন এটাকে হাতছাড়া না করে। সেনাবাহিনীতে চাকরি করা অত্যন্ত আবেগের বিষয়। অগ্নিবীর যুদ্ধ করলে, তিনি পরম বীর চক্রও পাবেন।

সামরিক বিভাগের অতিরিক্ত সচিব, লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি বলেছেন যে, সে’নাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়ায় কোনও পরিবর্তন আনা হবে না। রেজিমেন্ট পদ্ধতিতেও কোনওরকমের পরিবর্তন হবে না। প্রার্থীদের একটি হলফনামা দিতে হবে যে, তাঁরা কোনও ধরনের সহিংসতার সঙ্গে জড়িত ছিল না। তাঁর বক্তব্য, এটা আমাদের দেশের নিরাপত্তার বিষয়। কিছু লোক গুজব ছড়িয়েছিল যে, সেনাবাহিনীর পুরনো সৈন্যদের ‘অগ্নিবীর’ প্রকল্পে পাঠানো হবে। এটি সম্পূর্ণ ভুয়ো তথ্য।

আরও পড়ুন: কিছুক্ষণের মধ্যেই কলকাতার বুকে নেমে আসবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে চলবে ঝড়

সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, অগ্নিপথ প্রকল্প তিনটি জিনিসের ভারসাম্যকে ধরে রাখে। তাঁর কথায়, সেনাবাহিনীতে যোগদানের জন্য কারিগরিভাবে দক্ষ হতে হয়। বিশ্বের অন্য কোনও দেশে ভারতের মতো জনসংখ্যার ভাগ নেই। এই দেশের ৫০ শতাংশ যুবকের বয়স ২৫ বছরের নিচে। সেনাবাহিনীকে এর সর্বোচ্চ সুবিধা নিতে হবে।একইসঙ্গে এয়ার মার্শাল এসকে ঝা বলেছেন, বিমান বাহিনীতে প্রথম বছরে ৫০ শতাংশ দমকলকর্মী নিয়োগ শুরু করা হবে। পরবর্তীতে সেই সংখ্যা আরও বাড়বে। পরিষ্কারভাবে তিনি বলেছেন, এখন ‘অগ্নিবীর বায়ু’-এর মাধ্যমেই প্রতিটি নিয়োগ হবে। তিনি আরও বলেছেন যে, অগ্নিপথ প্রকল্পের অধীনে নিয়োগ প্রক্রিয়া, প্রবেশ স্তরের যোগ্যতা, পরীক্ষার পাঠ্যক্রম এবং চিকিৎসার মানগুলিতে কোনও পরিবর্তন হবে না।

নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের নিয়োগ ২৫ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও, তা শুরু হচ্ছে ২২ জুন থেকে। আগামী ১ জুলাই থেকে অনলাইনে নিবন্ধনের কাজ শুরু হবে। ভাইস অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি বলেছেন যে, ডিজি শিপিং আদেশ অনুসারে, ৪ বছরের প্রশিক্ষণের পর অগ্নিবীরকে মার্চেন্ট নেভিতে সরাসরি নিয়োগ করা হবে।

You may also like