Home Featured Guru Purnima: ‘তাঁরা আমাদেরকে অনুপ্রাণিত করেছেন’, গুরু পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা মোদি-শাহ-রাহুলের

Guru Purnima: ‘তাঁরা আমাদেরকে অনুপ্রাণিত করেছেন’, গুরু পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা মোদি-শাহ-রাহুলের

by Anamika Nandi
Guru Purnima: 'তাঁরা আমাদেরকে অনুপ্রাণিত করেছেন', গুরু পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা মোদি-শাহ-রাহুলের

মহানগর ডেস্ক: বুধবার গুরু পূর্ণিমা (Guru Purnima) উপলক্ষে গুরুদের আশীর্বাদে ভারতকে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। নমো বলেছেন, ‘সকলকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা। আজ সমস্ত গুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। যাঁরা আমাদের অনুপ্রাণিত করেছেন, আমাদের পরামর্শ দিয়েছেন এবং জীবন সম্পর্কে আমাদের অনেক কিছু শিখিয়েছেন তাঁদের ধন্যবাদ জানানোর দিন। আমাদের গুরুদের আশীর্বাদ ভারতকে আরও নতুন উচ্চতায় এগিয়ে নিয়ে যাক’।

এদিন গুরু পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘শুধুমাত্র একজন গুরুই তাঁর শিষ্যকে জ্ঞানী এবং চরিত্রবান করে তোলেন’। টুইটারে হিন্দিতে তিনি লেখেন, ‘গুরু-শিষ্য পরম্পরা ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শুধুমাত্র একজন গুরুই একজন শিষ্যের জীবনের আদর্শ পথ প্রদর্শক। আমি সেই সমস্ত গুরুদের প্রতি প্রণাম জানাই যাঁরা জাতি গঠনে অবদান রাখছেন। একজন গুরুই শিষ্যকে জ্ঞানী, চরিত্রবান এবং সক্ষম করে তোলেন। দেশবাসীকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা’।

অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে লিখেছেন, “গুরু তাঁর শিষ্যকে অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর পথে নিয়ে যান। ত্যাগ ও তপস্যার পথ দেখান। এই পবিত্র উৎসবে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। গুরুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা”। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের একটি পূর্ণিমার দিনে পালিত হয় গুরু পূর্ণিমা। মূলত ‘বেদ ব্যাসের জন্মবার্ষিকী’ উপলক্ষে এই দিনটিকে চিহ্নিত করা হয়। যিনি মহাভারতের লেখক হিসাবে বিবেচিত। এই দিনে মানুষ শিক্ষক ও গুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যাঁরা তাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন, তাঁদেরকে আজকের দিনে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে থাকে মানুষ।

You may also like