Home Lifestyle Thirsty : বারবার জল খাচ্ছেন তাতেও তেষ্টা মিটছে না? বড় কোন রোগের লক্ষণ হতে পারে

Thirsty : বারবার জল খাচ্ছেন তাতেও তেষ্টা মিটছে না? বড় কোন রোগের লক্ষণ হতে পারে

by Oindrila Chakraborty
Thirsty : বারবার জল খাচ্ছেন তাতেও তেষ্টা মিটছে না? বড় কোন রোগের লক্ষণ হতে পারে

মহানগর ডেস্ক : সারাদিনে প্রচুর জল খান। একটু বাইরে বেরোলেই তেষ্টা পাচ্ছে। আবার অফিসে কাজের ফাঁকেও ঘনঘন জল খাচ্ছেন। অথচ এত যে জল খাচ্ছেন তাতে কিন্তু তেষ্টা কিছুতে মিটছে না। আশ্বিনের সময়টা এদিকে এলে এমনটা হয় অনেকের। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জল তেষ্টা পাওয়ার ঘটনা দেখা যায় অনেকের। তবে ব্যাপারটা যদি হয় সারা বছরের তাহলে হালকাভাবে নিলে একদম চলবে না। এত জল তেষ্টা পাচ্ছে জল খাচ্ছে অথচ তেষ্টা মেটেনা। ব্যাপারটা কিন্তু মোটেই স্বাভাবিক ঘটনা নয়। বরং বেশ অস্বাভাবিক।

এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাঁরা তড়িঘড়ি চিকিৎসকের পরামর্শ নিন। কারণ রক্তে শর্করা বাসা বাধলে মূলত এই ধরনের সমস্যা দেখা দেয়। আর রক্ত শর্করা বাসা বাঁধার অর্থ হলো ডায়াবেটিস। ডায়াবেটিস রোগীদের এমনিতে গলা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই যত দ্রুত সম্ভব ডায়াবেটিস পরীক্ষা করিয়ে নিন। তবে সব সময় যে ডায়াবেটিস হবে এমনটা কিন্তু নয়। চিকিৎসকেরা জানাচ্ছেন বারবার জল খেয়েও তেষ্টা না মেটার কারণ হতে পারে অন্ত্রের ক্যান্সার। এই ধরনের ক্যান্সার শরীরে খুব ধীরগতিতে ছড়িয়ে পড়ে। যার উপসর্গ দেখা দেয় বেশ কিছুদিন পর।

মূলত ক্লান্তি ,খিদে কমে যাওয়া ,ওজন হ্রাস এই ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। আবার যাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম তাদের ক্ষেত্রেও বারবার জলখাবার প্রবণতা দেখা যায়। মারাত্মক আকারের অ্যানিমিয়া হলে এই ধরনের সমস্যা দেখা দেয়। তাই অবশ্যই যদি বারবার জলখাওয়ার পরেও তেষ্টা না মেটে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

You may also like