Home Featured Congress: ‘যাঁরা মনে করছেন গণতন্ত্র বিপদের মুখে তাঁরা…’, ‘ভারত জোড়ো’ যাত্রায় বিরোধীদের আহ্বান কংগ্রেসের

Congress: ‘যাঁরা মনে করছেন গণতন্ত্র বিপদের মুখে তাঁরা…’, ‘ভারত জোড়ো’ যাত্রায় বিরোধীদের আহ্বান কংগ্রেসের

by Anamika Nandi
Congress: 'যাঁরা মনে করছেন গণতন্ত্র বিপদের মুখে তাঁরা...', 'ভারত জোড়ো' যাত্রায় বিরোধীদের আহ্বান কংগ্রেসের

মহানগর ডেস্ক: ‘ভারত জোড়ো’ যাত্রায় বিরোধী দল সহ নানা সংস্থা এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গ চায় গ্র্যান্ড ওল্ড পার্টি। যারা মনে করছেন দেশের গণতন্ত্র বিপদের মুখে রয়েছে, তাদের সকলকে এই যাত্রায় আসার জন্য আহ্বান করেছে কংগ্রেস (Congress)। বৃহস্পতিবার কংগ্রেস সদর দফতরে আলোচনায় বসেছিলেন ‘ভারত জোড়ো’ কমিটির সদস্যরা। সেখানে দ্বিগবিজয় সিং (Digvijay Singh) ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রদেশ সভাপতিও। জানা গিয়েছে, মিছিলে শুধু গান্ধী পরিবার নয় উপস্থিত থাকবেন কংগ্রেসের শীর্ষস্তরের নেতৃত্বরাও।

বৃহস্পতিবারের বৈঠকে ঠিক হয়েছে, ১২টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের সাড়ে তিন হাজার কিলোমিটার ধরে চলবে এই যাত্রা। পুরোটাই হবে পায়ে হেঁটে। একদিকে স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপনের প্রস্তুতি চলছে গেরুয়া শিবিরের অন্দরে। অন্যদিকে কেন্দ্রের শাসক দলকে পাল্টা জবাব দিতে নতুন কর্মসূচি তৈরি করতে পারে কংগ্রেস। গত মে মাসের রাজস্থানের উদয়পুরে চিন্তন শিবিরে ঠিক হয়েছিল, বিজেপির হাত থেকে দেশ, সংবিধান, সমাজ, সাম্প্রদায়িক সম্প্রীতিকে উদ্ধার করতে মহাত্মা গান্ধীর জন্ম দিবসের দিন থেকে দেশজুড়ে শুরু হবে ‘ভারত জোড়ো’ যাত্রা। সাম্প্রতিককালে এইরকম বৃহৎ জনসংযোগের কর্মসূচি গ্রহণ করেনি হাত শিবির।

জয়রাম রমেশ বলেছেন, ‘যাঁরা মনে করেন গণতন্ত্র বিপদে, সামাজিক ঐক্য সমস্যার মুখে, তাঁদের এই যাত্রায় যোগ দিতে আহ্বান জানানো হচ্ছে’। অনদিকে কংগ্রেস নেতা দ্বিগবিজয় সিং জানিয়েছেন, ‘এই কর্মসূচির আসল উদ্দেশ্য হল সব বিজেপি বিরোধী শক্তিকে একত্রিত করা। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ নিবিড় করতে পায়ে হেঁটে পুরো শোভাযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। জানা গিয়েছে, প্রতিদিন ২৫ কিলোমিটার করে হাঁটা হবে এবং মিছিল শেষে একটি করে জনসভা হবে।

You may also like