Home Featured Thrashed Two Muslim Students: নিশানায় লাভ জেহাদ, সুরাতের কলেজে দুই মুসলিম ছাত্রকে বেধড়ক মার হিন্দুত্ববাদীদের

Thrashed Two Muslim Students: নিশানায় লাভ জেহাদ, সুরাতের কলেজে দুই মুসলিম ছাত্রকে বেধড়ক মার হিন্দুত্ববাদীদের

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: নিশানায় লাভ জেহাদ (Love Jehad)। সুরাতের একটি কলেজ চত্বরে মুখে রুমাল বেঁধে এবং মুখোশ পরে দুই মুসলিম ছাত্রকে বেধড়ক পেটাল (Thrashed Two Muslim Students) ভিএইচপি ও বজরং দলের লোকেরা। তাদের মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়। একাধিকবার ওই দুই ছাত্রকে মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বারবার দেখানো হয়। নিগ্রহকারীরা নিজেদের ভিএইচপি ও বজরং বলে নিজেদের পরিচয় দেয়। লাভ জেহাদের অভিযোগে ওই দুই মুসলিম ছাত্রকে মারা হয় বলে তারা জানিয়েছে। যদিও কলেজ কর্তৃপক্ষ অভিযোগ মানতে চায়নি।

তিন মিনিটের ভিডিওয় দেখা গিয়েছে ওই দুই ছাত্রকে এলোপাথাড়ি ঘুসি ও ক্রমাগত লাথি মেরে চলেছে। খবর পেয়ে শিক্ষকেরা ছুটে এলে তারা তাদের টেনেহিঁচড়ে বাইরে গিয়ে এলোপাথাড়ি মারতে থাকে। এই ঘটনাকে দিল্লিতে শ্রদ্ধা ওয়াকারকে খুন করে লিভ ইন পার্টনারের পঁয়ত্রিশ টুকরো করার ঘটনার সঙ্গে এই নিগ্রহের তুলনা করেছে ভিএইচপি। তারা বলেছে আত্মরক্ষার স্বার্থে এই ঘটনা ঘটানো হয়েছে। প্রসঙ্গত, মুম্বইয়ের কলসেন্টারের কর্মী ছাব্বিশ বছরের শ্রদ্ধা ওয়াকারকে খুন করে তাঁর দেহ পঁয়ত্রিশ টুকরো করে দিল্লির মেহরোলি জঙ্গলে পুঁতে দেয় তাঁর লিভ ইন পার্টনার আফতাব পুনাওয়ালা। তারপর থেকেই এ ধরণের ভয়ঙ্কর ঘটনায় তোলপাড় সারাদেশ। হিন্দুত্ববাদীরা এই ঘটনায় লাভ জেহাদকে নিশানায় এনেছে। আর তারই জেরে গুজরাতের সুরাতের কলেজ চত্বরে তারা দুই মুসলিম ছাত্রকে বেধড়ক পেটায়।

You may also like