মহানগর ডেস্ক: প্রথমে মঙ্গলবার। তারপর শুক্রবার। মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে স্টেট ব্যাঙ্কের সদর দফতর উড়িয়ে ( Blow Up SBI Head Quarter) দেওয়ার হুমকি ফোন এল পাকিস্তান (Treat Call From Pakistan) থেকে। হুমকি আসায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে ব্যাঙ্কের চেয়ারম্যানকে খুন করারও হুমকি দেওয়া হয় (Threat To Chairman)। ওপার থেকে ফোন করা ব্যক্তি নিজের পরিচয় দেয় এমডি জিয়া উল আলম বলে।
স্টেট ব্যাঙ্ক থেকে সে দশ লক্ষ টাকা ঋণের দাবি করে। সাত দিনের মধ্যে তার দাবি মানা না হলে চেয়ারম্যানকে অপহরণ করে খুন করা হবে বলে। তাকে ঋণ দেওয়া না হলে ব্যাঙ্কও উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। এদিকে হুমকি ফোনের তদন্ত করতে নেমে পুলিশ জানতে পারে পাকিস্তানের নাম করে ওই ফোন দুটি পশ্চিমবঙ্গ থেকে করা হয়েছে। পশ্চিমবঙ্গের কোথা থেকে ফোন দুটি করা হয়েছিল, তা খুঁজে বের করতে মুম্বই থেকে পুলিশের একটি দল এই রাজ্যে আসছে।
পুলিশ জানিয়েছে, তারা তদন্ত করে জানতে পেরেছে পাকিস্তানের নাম করে ফোন দুটি পশ্চিমবঙ্গ থেকে করা হয়েছে। তবে ব্যাঙ্কে গিয়ে কে ফোন করেছিল, তার নাম কেউ বলতে পারেনি। অভিযুক্তকে শীঘ্রই ধরে ফেলা হবে। যদিও যে ফোন করেছিল, তার নাম সে মহম্মদ জিয়া উল আলিম বলে জানিয়েছিল। কেউ মজা করে পাকিস্তানের নাম করে ফোন করেছিল কিনা, বা যে ফোন করেছিল তার কোনও বিশেষ উদ্দেশ্য আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।