Home Featured Three Dalits Murdered : ভোরবেলায় গুলি বৃষ্টি, মধ্যপ্রদেশে খুন দলিত দম্পতি ও ছেলে

Three Dalits Murdered : ভোরবেলায় গুলি বৃষ্টি, মধ্যপ্রদেশে খুন দলিত দম্পতি ও ছেলে

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: আবার সেই মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। আবার সেই দলিত খুন। এবার বিজেপি শাসিত রাজ্যের দামো জেলায় সকালবেলায় গুলি করে খুন করা হল বত্রিশ বছরের এক দলিত যুবক ও তাঁর বাবা-মাকে (Three Dalits Murdered) । গুলিতে গুরুতর জখম হয়েছেন নিহতের দুই ভাই। এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ছটা নাগাদ দেহাত থানার অন্তর্গত, দামো জেলার সদর দফতর থেকে কুড়ি কিলোমিটার দূরে দেবরান গ্রামে। অভিযুক্ত ছজন একই গ্রামে থাকতো। অভিযুক্তরা ষাট বছরের দলিত, তার স্ত্রী ও ছেলেকে গুলি করে খুন করে। তাঁদের তিরিশ ও আঠাশ বছরের আরও দুই ছেলে গুলিতে জখম হয়। তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাগর জোনের সাব ইনস্পেক্টর ঘটনাস্থল ঘুরে এসে জানিয়েছেন ওই দম্পতির বড় ছেলের সঙ্গে মূল অভিযুক্ত জগদীশ প্যাটেলের মধ্যে গোলমাল ছিল। নিহত যুবক মূল অভিযুক্তের স্ত্রীকে প্রায়ই বিরক্ত করতো বলে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে। জগদীশকে পুলিশ গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত ও তার সঙ্গীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও তপশিলি জাতি এবং উপজাতি আইনে খুনের মামলা করা হয়েছে। ফেরার পাঁচ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থল ঘুরে আসা ডিভিশনাল কমিশনার মুকেশ শুক্লা অভিযুক্ত ও তার পরিবারের বিরুদ্ধে সরকারি জমিতে অনধিকার প্রবেশের মামলা করার জন্য জেলাশাসককে নির্দেশ দিয়েছেন। এদিকে মধ্যপ্রদেশের কংগ্রেস প্রধান কমলনাথ তিন দলিত খুনে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন। তিনি জানান সরকারের উচিত ওই দলিত পরিবারকে সুরক্ষা ও প্রয়োজনীয় সাহায্য করা।

You may also like