মহানগর ডেস্ক: চূড়ান্ত অমানবিক! টিটিই-র সঙ্গে বাদানুবাদ চলার সময় সেনাকর্মীকে চলন্ত ট্রেন (Threw From Moving Train) থেকে ঠেলে ফেলে দিলেন টিটিই। পরিণামে একটি পা বাদ গেল ওই সেনা কর্মীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে (Dibrugarh-New Delhi Express)। বেরেলি জংশনের দু নম্বর প্ল্যাটফর্মে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয় ওই সেনাকর্মীকে। টিটিই সুপন বোরার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত টিটিই পলাতক। মোরাদাবাদ ডিভিশনের নর্দার্ন রেলওয়ের সিনিয়র ফিনান্স ম্যানেজার সুধীর সিং জানিয়েছেন তাঁরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন।
রেলকর্মীদের সূত্রে জানা গিয়েছে টিকিট নিয়ে সোনু নামে ওই রেলকর্মীর সঙ্গে টিটিই-র বচসা বাঁধে। বচসা চলাকালীন রাগের বশে টিটিই সুপন বোরা সোনুকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেন। চলন্ত ট্রেন থেকে পড়ে যান ওই সেনাকর্মী। গুরুতর জখম অবস্থায় তাঁকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর একটি পা বাদ দিতে হয়েছে। সেনাকর্মীর শারীরিক অবস্থাও খারাপের দিকে। জিআরপির স্টেশন হাউস অফিসার অজিত প্রতাপ সিং জানান, অভিযুক্ত টিটিই-র বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো সাত ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত পলাতক। তাঁকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। জানা গিয়েছে, সেনাকর্মীকে ঠেলে ফেলে দেওয়ার পর কয়েকজন যাত্রী টিটিইকে মারধর করেন। এরপর ঘটনাস্থল থেকে টিটিই পালিয়ে যান। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে।