মহানগর ডেস্ক: উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। অবশেষে নিয়মিত বৃষ্টিতে দক্ষিণবঙ্গে যে ঘাটতি হয়েছিল, তা কিছুটা হলেও কমবে বলে অনুমান করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) সূত্রে, বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। তাপমাত্রা এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। হাওয়া অফিস সূত্রে, গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.৪ মিলিমিটার।
আবহবিদদের কথায়, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান সহ উত্তর ২৪ পরগণার কিছু অংশে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে জেলায় জেলায়।
অন্যদিকে আগামী চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলাতে। আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ফিরোজপুর থেকে রোহতাক এবং শাহজাহানপুর, গোরখপুর, দ্বারভাঙ্গা হয়ে বালুরঘাটের ওপর দিয়ে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। রয়েছে ঘূর্ণাবর্তও। দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্য অংশে একটি এবং অন্যটি উত্তরপ্রদেশে। যার ফলে তুমুল বৃষ্টিতে ভিজতে চলেছে, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ। এদিকে আজ সোমবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে তিলোত্তমার। পাশাপাশি দু-এক পশলা বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। যেমন-অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ। সেইসঙ্গে কোথাও কোথাও ধ্বস নামতে পারে বলেও জানানো হয়েছে।