মহানগর ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সামনে এল সলমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার থ্রি ছবির মুক্তির দিন। আর সেই ঘোষণা করলেন খোদ ছবির টাইগার। নিজের সোশ্যাল মাধ্যমে নতুন ছবির পোস্টার দিয়ে ঘোষণা করলেন ছবির মুক্তির দিন।
ছবি শেয়ার করে সলমান লিখেছেন,’ টাইগারের নতুন দিন… ২০২৩-র দীপাবলিতে আসছে। উৎসব করো’। স্বাভাবিকভাবেই দীর্ঘ অপেক্ষার পর এই খবর সামনে আসাতে উত্তেজনার বাঁধ ভেঙেছে অনুরাগীদের মধ্যে।
উল্লেখ্য, টাইগার ফ্র্যাঞ্চাইজি তিন নম্বর ছবি এটি। তবে ক্যাটরিনা এবং সলমান ছাড়া বাকি চরিত্র অধিকাংশই নতুন থাকবে বলে মনে করা হচ্ছে। এর প্রথম ছবি এক থা টাইগার মুক্তি পেয়েছিল ২০১২ সালে কবীর খানের পরিচালনায়। এরপর ২০১৭ টাইগার জিন্দা হে মুক্তি পায় আলি আব্বাস জাফরের পরিচালনায়। অবশেষে তিন নম্বর ছবি সামনে আসছে অপেক্ষার অবসান ঘটাতে। তবে এর মাঝেও থাকছে টুইস্ট। শোনা যাচ্ছে ছবি থেকে আমিও হিসেবে দেখা যেতে পারে শাহরুখ খানকে।মহানগর ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সামনে এল সলমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার থ্রি ছবির মুক্তির দিন। আর সেই ঘোষণা করলেন খোদ ছবির টাইগার। নিজের সোশ্যাল মাধ্যমে নতুন ছবির পোস্টার দিয়ে ঘোষণা করলেন ছবির মুক্তির দিন।
ছবি শেয়ার করে সলমান লিখেছেন,’ টাইগারের নতুন দিন… ২০২৩-র দীপাবলিতে আসছে। উৎসব করো’। স্বাভাবিকভাবেই দীর্ঘ অপেক্ষার পর এই খবর সামনে আসাতে উত্তেজনার বাঁধ ভেঙেছে অনুরাগীদের মধ্যে।
Tiger has a new date… Diwali 2023 it is! Celebrate #Tiger3 with #YRF50 only at a big screen near you. Releasing in Hindi, Tamil and Telugu. #katrinakaif | #ManeeshSharma | @yrf pic.twitter.com/74cyIoopt2
— Salman Khan (@BeingSalmanKhan) October 15, 2022
উল্লেখ্য, টাইগার ফ্র্যাঞ্চাইজি তিন নম্বর ছবি এটি। তবে ক্যাটরিনা এবং সলমান ছাড়া বাকি চরিত্র অধিকাংশই নতুন থাকবে বলে মনে করা হচ্ছে। এর প্রথম ছবি এক থা টাইগার মুক্তি পেয়েছিল ২০১২ সালে কবীর খানের পরিচালনায়। এরপর ২০১৭ টাইগার জিন্দা হে মুক্তি পায় আলি আব্বাস জাফরের পরিচালনায়। অবশেষে তিন নম্বর ছবি সামনে আসছে অপেক্ষার অবসান ঘটাতে। তবে এর মাঝেও থাকছে টুইস্ট। শোনা যাচ্ছে ছবি থেকে আমিও হিসেবে দেখা যেতে পারে শাহরুখ খানকে।