মহানগর ডেস্ক : স্টার জলসা ইতিমধ্যে ট্রেলার এসে গিয়েছে বাংলা মিডিয়াম ধারাবাহিকের। যার মুখ্য ভূমিকায় দেখা যাবে তিয়াসা লেপচাকে। তবে ধারাবাহিক শুরুর আগেই খারাপ খবর। গুরুতর অসুস্থ টলিউডের এই অভিনেত্রী। ডেঙ্গুতে কাবু হয়েছেন তিনি। ভীষণ দুর্বল।
১৩ অক্টোবর থেকে শুরু হয়েছে নতুন মেগার শুটিং। তবে শুরুতে কিছুদিন যেতে পারেন না তিনি। অবশেষে ডাক্তারি পরীক্ষা করে জানা যায় ডেঙ্গুতে আক্রান্ত তিনি। তবে ১৩ দিনের ছুটি কাটিয়ে ফিরেছেন অভিনেত্রী জানালেন নিজেই। আপাতত সুস্থ হলেও অত্যন্ত দুর্বল তার মাঝেই কাজ চালাচ্ছেন তিয়াসা।
তিয়াসার সঙ্গে এবারে এই ধারাবাহিকে আবার দেখা যাবে নীলকে। টানা চার বছর ধরে জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল এই জুটিকে। টিআরপি তালিকাতেও দীর্ঘ সময় ধরে রেখেছিল নিজেদের প্রথম স্থান। তিয়াসার এটি দ্বিতীয় ধারাবাহিক হলেও বিরাম নেই নীলের। কৃষ্ণকলি শেষ হতেই সই করেছিলেন উমা ধারাবাহিকে। ও মাসে সবার পরে ফের নতুন ধারাবাহিক নিয়ে দর্শকের সামনে আসছেন নীল।
ইংরেজি মাধ্যম এবং বাংলা মাধ্যম এই দুই মাধ্যমে পড়াশোনা নিয়ে তৈরি হয়েছে বিস্তার মত বিরোধ। আর এই বিরোধ অভিভাবকদের মধ্যেও রয়েছে। অনেকেই ইংরেজি মাধ্যমে পড়ানোর দিকে বেশি জোর দেন সন্তানদের। এই দুই টানাপোড়েনের গল্প নিয়ে আসছে বাংলা ধারাবাহিক বাংলা মিডিয়াম।