Home Featured TMC FUTURE : ডিসেম্বরে কি বদলে যাবে তৃণমূলের ভবিষ্যৎ? শাহ- সুকান্তর বৈঠকে বাড়ছে জল্পনা

TMC FUTURE : ডিসেম্বরে কি বদলে যাবে তৃণমূলের ভবিষ্যৎ? শাহ- সুকান্তর বৈঠকে বাড়ছে জল্পনা

by Arpita Sardar
amit shah, sukanta majumder, bjp, tmc , december formula

মহানগর ডেস্কঃ বৃহস্পতিবার দুপুরে হঠাতই অমিত শাহের সঙ্গে বৈঠক রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। বাংলার হাল হকিকত জানতে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ – সুকান্তর এই আপতকালীন রুদ্ধদ্বার বৈঠককে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে রাজ্য রাজনীতির চর্চা। প্রশ্ন উঠছে বিজেপির ‘ডিসেম্বর ফর্মুলা’ নিয়ে। তাহলে কি এই বৈঠকের মধ্যেই নিহিত রয়েছে বিজেপির ডিসেম্বর ফর্মুলার বীজ? এই বৈঠকের দিকে আপাতত নজর গোটা রাজ্য রাজনীতির।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ প্রমুখ বিজেপি হেভি ওয়েটদের থেকে শোনা গিয়েছে রাজ্যের সরকার ফেলে দেওয়া ডিসেম্বর ফর্মুলার কথা। বিষয়টিকে মোটেই হালকা ভাবে দেখতে নারাজ রাজনৈতিক মহল। নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার, কয়লা পাচার ইত্যাদি বিষয় নিয়ে রাজ্যের অবস্থা কার্যত ল্যাজে গোবরে। আদালতের পর্যবেক্ষণে প্রায় নিয়মিতই নতুন নতুন কেলেঙ্কারির তথ্য সামনে আসছে। সামনে আসছে বিজেপির প্রচারিত ধেড়ে ইঁদুর ধরা পড়ার সম্ভাবনার তত্ত্ব। কে এই ধেড়ে ইঁদুর? তা নিয়েও বাড়ছে জল্পনা।

তৃণমূলের দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে নিরপেক্ষ নয়, তা বিভিন্ন তদন্তে ইতিমধ্যেই প্রমাণিত। এমনকি সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতিও অতীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে তারপরেও তৃণমূলের দাবি, অন্যায় ভাবে বিজেপি সরকার ফেলার চেষ্টা করলে মানুষ প্রতিরোধ গড়বে।

প্রকাশ্যে একথা বললেও একান্ত আলাপচারিতায় শাসকদলের নেতারাও মানছেন কিছু ত্রুটি তাঁদেরও রয়েছে। সেই ত্রুটিকে হাতিয়ার করা অনেক অঘটনই ঘটাতে পারে কেন্দ্রীয় সরকার। স্বাভাবিকভাবেই শাহ – সুকান্তর বৈঠকে কী নিয়ে আলোচনা হয়, সেদিকেই নজর রাখছেন রাজ্যের রাজনৈতিক মহল।

You may also like