মহানগর ডেস্ক: আর মাত্র কয়েকদিন পরেই রাজ্যের পঞ্চায়েত ভোট। আর তার আগেই তৃণমূল – বিজেপির নেতাদের বেফাঁস মন্তব্যে রীতিমতো সরগম বঙ্গ রাজনীতি। চর্চার কেন্দ্র বিন্দুতে কখনও উঠে এসছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), আবার কখনও মদন মিত্র (Madan Mitra)। এবার সেই চর্চাতেই এসে পড়লেন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বিলকান্দা ২ তৃণমূল সভাপতি সজল দাস। তিনি প্রকাশ্যে বলেন, তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে কোনও কুমন্তব্য করা হলে, তাঁদের জিভ কেটে নেওয়া হবে।
গতকাল অর্থাৎ রবিবার নিউ বারাকপুরের বিলকান্দায় একটি মিছিলের আয়োজন করা হয় তৃণমূলের তরফ থেকে। তাতেই অংশগ্রহণ করেন এলাকার তৃণমূলের সভাপতি সজল দাস। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি রীতিমতো বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, আমাদের মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের বিধায়ক, মন্ত্রী সকলে বারবার ঘোষণা করেছেন যে বা যারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে, তাঁদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে এবং নেবে। আইন – আইনের পথে চলবে। কিন্তু তাও বিজেপির ছোট-বড় নেতারা মঞ্চ খাটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুমন্তব্য করা হচ্ছে।’
এরপরই তিনি বলেন, ‘আমি এরপর আমাদের নেতা মন্ত্রীদের নিয়ে কোনও কুরুচিকর মন্তব্য শুনলে, তাঁদের জিভ কেটে ফেলে দেব। এখানে দাঁড়িয়ে বলে গেলাম। আর তারপর তাঁদের আর এই বিলকান্দা মোড় থেকে পায়ে হেঁটে ফিরতে হবে না, স্ট্রেচারে করে যাতে তাঁরা বাড়ি ফেরে, সেই ব্যবস্থা করে দেব আমি।’
তৃণমূল নেতার প্রকাশ্যে এহেন মন্তব্য রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে। যা নিয়ে বিজেপির তরফ থেকে শাসক দলকে আক্রমণ করা শুরু হয়েছে।