Home Featured TMC MLA Under Fire : মোদী-শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য, থানায় গেলেন বিজেপির ছয় মহিলা বিধায়ক

TMC MLA Under Fire : মোদী-শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য, থানায় গেলেন বিজেপির ছয় মহিলা বিধায়ক

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi) দুর্যোধন। অমিত শাহ (Amit Shah) দশানন। মালদায় মঞ্চে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাবিত্রী মিত্র (TMC MLA Under Fire)। তাঁর সেই মন্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁর এই মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন বিজেপির ছয় মহিলা বিধায়ক। দলের প্রবীণ নেত্রী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে গেরুয়া শিবিরের মহিলা বিধায়করা কলকাতার হেয়ার স্ট্রিট থানায় গিয়ে সাবিত্রী মিত্রের বিরুদ্ধে অভিযোগ জানান। যদিও মালদার মানিকচকের তৃণমূল কংগ্রেসের মহিলা বিধায়ক সাবিত্রী মিত্রের ভিডিওটি যাচাই করে দেখেনি মহানগর২৪X৭।

এর আগে বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়করা এ বিষয়ে মুলতবি প্রস্তাব আনেন। যদিও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিষয়টির সঙ্গে রাজ্য সরকার কোনওভাবে জড়িত নয় জানিয়ে প্রস্তাব খারিজ করে দেন। এরপর প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। সন্ধ্যেয় অগ্নিমিত্রা পলের নেতৃত্বে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির মহিলা বিধায়করা। অগ্নিমিত্রা জানান দেশের কোনও নাগরিকের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এরকম অসম্মানজক মন্তব্য করা উচিত নয়। তাঁরা আশা করছেন পুলিশ তাঁদের ভাবাবেগকে গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা নেবে। বিজেপি নেত্রী জানান তাঁর অসম্মানজনক মন্তব্যের জন্য বিধানসভাতেও কোনও অনুশোচনা করতে দেখা যায়নি তৃণমূল কংগ্রেসের বিধায়ককে। তবে বিধানসভায় তিনি জানান তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন অতীতের অভিজ্ঞতা থেকে এটা স্পষ্ট পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে।

You may also like