Home Featured TMC MP : তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু, চালক আটক

TMC MP : তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু, চালক আটক

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: তৃণমূল কংগ্রেসের সাংসদের (TMC MP) গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু (Death Of A Child) ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের পিঁপড়েখালি বাজার এলাকায়। গতকাল মায়ের সঙ্গে ব্যাঙ্কে গিয়েছিল বছর ছয়েকের হাসিম সরকার। রাস্তা পার হওয়ার সময় মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের সাংসদ আবু তাহেরের গাড়ি তাকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় রাস্তার একধারে ছিটকে পড়ে শিশুটি। গুরুতর জখম শিশুটিকে নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান সাংসদ। চিকিৎসা চলাকালীন শিশুটির মৃত্যু হয়। হাসপাতালের বাইরে সংবাদমাধ্যমকে সাংসদ জানান তিনি কাজে গাড়ি করে বহরমপুর যাচ্ছিলেন।

রাস্তায় আচমকাই শিশুটি তাঁর গাড়ির সামনে এসে পড়ে। শিশুটির বয়েস পাঁচ থেকে ছ বছর হবে। তাঁর সামনেই দুর্ঘটনা ঘটে। সম্ভবত শিশুটির মস্তিষ্কে আঘাত লেগেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি ষাট কিলোমিটার গতিতে আসছিল। গাড়ির সামনে আচমকাই এসে পড়ে শিশুটি। হাসপাতালে চিকিৎসক ও সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়ে মৃত শিশুর বাবা-মা। কাঁদতে কাঁদতেই জানায় তাদের সব শেষ হয়ে গিয়েছে। গাড়ির চালককে আটক করেছে পুলিশ। গাড়িটিকে আটক করা হয়েছে। শিশুমৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

You may also like