Home Featured Kunal Ghosh: TMC থেকে নির্বাচিত এক সাংসদ রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে ভোট দিতে চান, কিন্তু গোপনে: কুণাল 

Kunal Ghosh: TMC থেকে নির্বাচিত এক সাংসদ রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে ভোট দিতে চান, কিন্তু গোপনে: কুণাল 

by Anamika Nandi
Kunal Ghosh: TMC থেকে নির্বাচিত এক সাংসদ রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে ভোট দিতে চান, কিন্তু গোপনে: কুণাল Kunal Ghosh: TMC থেকে নির্বাচিত এক সাংসদ রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে ভোট দিতে চান, কিন্তু গোপনে: কুণাল 

মহানগর ডেস্ক: ফের একবার অধিকারী পরিবারকে নিশানা তৃণমূল নেতা কুনাল ঘোষের (Kunal Ghosh)। বিস্ফোরক টুইট করে এমনটাই ইঙ্গিত দিলেন তিনি। যদিও সেখানে কারোর নাম করেন নি। তবে ফের একবার শুভেন্দু অধিকারীর পরিবারকে এক হাত নিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শিশির অধিকারীকে তোপ দাগলেন কুনাল ঘোষ। শুক্রবার টুইট করে তৃণমূল নেতা জানিয়েছে, ‘শুনলাম তৃণমূল থেকে নির্বাচিত কোনও সাংসদ বলেছেন তিনি রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকেই ভোট দেবেন, কিন্তু দিল্লি গিয়ে গোপন ব্যালটে দেবেন তিনি। বরং ১৭/৭ কাঁথিতে ২১ জুলাই কর্মসূচির সমর্থনে দলের সভায় আসুন। এবং পরদিন দলের সিদ্ধান্ত মেনে কলকাতায় ভোট দিন। না হলে বুঝবো মিথ্যা’।

বর্তমানে একদিকে যেমন বিজেপি মরিয়া হয়ে উঠেছে রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের ভোট ব্যাংক নিয়ে, অন্যদিকে রাজনৈতিক মহলে রাষ্ট্রপতি নির্বাচনে অধিকারী পরিবারের সাংসদরা ঠিক কাকে ভোট দিতে চলেছেন তাই নিয়েও বিস্তর জল্পনা রয়েছে। বর্তমানে একটাই প্রশ্ন কে হবে রামনাথ কোবিন্দের উত্তরসূরী অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনে পরবর্তী রাষ্ট্রপতি কে! দ্রৌপদী মুর্মু নাকি ইয়াস বন্ত সিনহা। সম্প্রতি তৃণমূল সাংসদদের দ্রৌপদী মুর্মুর সমর্থনে ভোট চেয়ে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী।

সেই নিয়েই জল্পনা তুঙ্গে উঠেছিল। যদিও কুনাল ঘোষের এই মন্তব্যের পাল্টা উত্তর দিয়েছেন সাংসদ শিশির অধিকারী। তিনি জানিয়েছেন, দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে চান। দিব্যেন্দু অধিকারীও ইতিমধ্যে জানিয়েছেন, দলের থেকে তিনি কোনও নির্দেশ পাননি এবং সেই সময় তিনি দিল্লিতে থাকবেন, তাই সংসদ ভবনেই ভোট দেবেন তিনি।

You may also like