মহানগর ডেস্ক: গুজরাতে সেতু বিপর্যয় নিয়ে টুইট করায় গ্রেফতার করা হয়েছে দলের মুখপাত্র সাকেত গোখলকে (TMC Spokesperson Arrested) বলে অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। এর পেছনে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ বলে জানিয়েছে তারা। দলের প্রবীণ নেতা ডেরেক ওব্রায়েন জানিয়েছেন দিল্লি থেকে রাজস্থানের জয়পুরে রাতে বিমান থেকে দলের মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করে পুলিশ। ডেরেক আরও জানিয়েছেন ভোরবেলায় সাকেত পরিবারকে ফোনে জানান তাঁকে পুলিশ আহমেদাবাদে নিয়ে যাচ্ছে। তিনি দুপুরে আহমেদাবাদ পৌঁছবেন। পুলিশ তাঁকে এক-দু মিনিট ফোন করার সময় দেয়। তারপর তাঁর ফোন এবং সমস্ত জিনিসপত্র বাজেয়াপ্ত করে।
তৃণমূল জানিয়েছে তথ্যাধিকার কর্মী থেকে রাজনীতিতে যোগ দেওয়া সাকেতের বিরুদ্ধে মোরবী সেতু বিপর্যয় নিয়ে টুইট করার অভিযোগ তুলে আহমেদাবাদের সাইবার সেল মামলা করেছে। তবে কোন টুইটের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তা বিশদে জানাননি ডেরেক। গত তিরিশে অক্টোবর গুজরাতের মোরবী শহরে নতুন করে চালু করার চারদিন পরে শতাব্দী প্রাচীন কেবল সেতু ভেঙে একশো তিরিশ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। তদন্তে মিউনিসিপাল কর্তৃপক্ষের দিকে গাফিলতির আঙুল ওঠে। অভিযোগ মেরামতির দায়িত্বে থাকা ঠিকাদার ঠিকমতো নিয়ম অনুসরণ করেননি। রাজ্যসভার সাংসদ ডেরেক জানান এ ব্যাপারে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও বিরেধীরা নীরব থাকবে না। তাঁর অভিযোগ, বিজেপি রাজনৈতিক প্রতিহিংসাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। যদিও বিজেপি বা গুজরাত সরকারের কোনও প্রতিক্রিয়া মেলেনি। জয়পুর এয়ারপোর্ট থানার অফিসা ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে তাঁর কাছে কোনও খবর নেই। কেউ তাঁকে কিছু জানাননি।