Home Featured SILIGURI: ডেঙ্গি রুখতে প্লাস্টিক আবর্জনা জমা দিলেই মিলবে বিনামূল্যে চাল

SILIGURI: ডেঙ্গি রুখতে প্লাস্টিক আবর্জনা জমা দিলেই মিলবে বিনামূল্যে চাল

by Arpita Sardar
shiliguri, prevent dengue, plastic submission, free rice

মহানগর ডেস্কঃ রাজ্যজুড়ে ডেঙ্গির ভয়াবহতা ক্রমাগত মাত্রা ছাড়াচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, জমা জল, আবর্জনা এই সমস্ত থেকেই মশার প্রাদুর্ভাব। তাই সবার আগে দরকার আবর্জনামুক্ত হওয়া। পরিবেশবিদদের দাবি, যাবতীয় দূষণের মূলেই আছে ব্যবহার করা প্লাস্টিক। এবার দূষণ কমাতে অভিনব উদ্যোগ শিলিগুড়ি পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ড কমিটির। রাস্তাঘাট অথবা বাড়ি প্লাস্টিক কুড়িয়ে জমা দিলেই বিনিময়ে মিলবে চাল। রাজ্যের উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতির সঙ্গে সঙ্গে প্লাস্টিক দূষণের মাত্রা কমাতে এমনই অভিনব পরিকল্পনা পুরসভার।

পুরসভার তরফে জানানো হয়েছে, বিভিন্ন সময়তেই দেখা যায় প্লাস্টিকের প্যাকেটগুলি ড্রেনগুলিতে জমে গিয়ে সেখানে জল আটকে যায়। ফলত জল আটকে গেলে কোনও কোনও সময় জল উপচে রাস্তাতেও চলে আসে। আবার কখনও কখনও ড্রেনের জমা জলে মশার লার্ভা জন্মায়। সেখানে ডেঙ্গি মশার লার্ভাও জন্মায়। তাই ডেঙ্গি রুখতে সবার আগে দরকার পরিবেশ পরিচ্ছন্নতা।

শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নিজেদের ওয়ার্ড পরিষ্কার রাখতে যেখানে সেখানে পড়ে থাকা প্লাস্টিকের ক্যারিব্যাগ, বিস্কুট- চিপস- কেকের মোড়ক হিসেবে ব্যবহার করা প্লাস্টিকের প্যাকেট কুড়িয়ে জমা করতে হবে ওয়ার্ড অফিসে। ১১৯ টি প্লাস্টিকের প্যাকেট জমা করার বিনিময়ে মিলবে ১ কেজি করে চাল। পৌরসভার দাবি, এভাবেই বাড়বে পরিবেশ সচেতনতা। পরিষ্কার থাকবে এলাকাও। পাশাপাশি ডেঙ্গির প্রকোপও কমবে বলে আশা প্রকাশ করেছে ওয়ার্ড কমিটি।

এই বিষয় নিয়ে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানিয়েছেন, ২০ নম্বর ওয়ার্ড এলাকায় রয়েছে বেশ কিছু বস্তি। সেখানে আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষের সংখ্যাটা খুব কম নয়। তাঁরা এভাবে প্লাস্টিকের প্যাকেট সংগ্রহ করে যদি জমা করেন তার বিনিময়ে পাবেন চাল। এই চাল পেলেই পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্যই এমন উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।

You may also like