মহানগর ডেস্ক: রাস্তা জুড়ে অসংখ্য মহিলার ভিড়। প্রতিবাদে ফেটে পড়েছেন তাঁরা। সেই ভিড় সামাল দিতে রয়েছে পুলিশও। আর ভিড় করা মহিলাদের দেখা গেল এক মহিলা পুলিশ কর্মীকে ( Pushing Woman Cop) ধাক্কা মারতে। চুল ধরে টানতে টানতে নিয়ে (Woman Cop Dragged By BJP Workers) যেতে শুরু করলেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। খুলে নেওয়ার চেষ্টা চলছে তাঁর মাথার টুপি। ধাক্কার পাশাপাশি ঠেলাও চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা সম্পর্কে ( Mockery At Prime Ministers Mother) আপ নেতার কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আপের দফতরের সামনে বিক্ষোভ জানানোর সময় এমন দৃশ্য দেখা গেল রাজধানীর বুকে।
মহিলা পুলিশ কর্মীকে বিজেপির মহিলা কর্মীদের এহেন হেনস্থার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়। সবমিলিয়ে এদিন আপের দফতরের বিজেপির মহিলাকর্মীদের এধরণের মারমুখি বিক্ষোভে উত্তাল হল রাজধানী। প্রতিবাদ-বিক্ষোভে ছিলেন বিজেপির দিল্লি শাখার প্রধান আদেশ গুপ্তা-সহ অন্যান্য নেতারাও। এদিন ভিডিওয় প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার জন্য আপের গুজরাত শাখার প্রধান গোপাল ইটালিয়াকে দল থেকে বহিষ্কারের দাবি জানান বিজেপি কর্মীরা। তাঁরা জানান প্রধানমন্ত্রীর মা হীরা বেনকে নিয়ে মন্তব্য করার গুণাগার আগামী বিধানসভা ভোটে আপকে দিতে হবে।
এই ঘটনায় আপের জাতীয় আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করে কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, তিনি যদি মনে করেন প্রধানমন্ত্রীর মাকে নিগ্রহ করে গুজরাতে ভোটে ভালো ফল করতে পারে, তাহলে ভুল করবেন। গুজরাটের মানুষ এবং গুজরাত আগামী বিধানসভা ভোটে রাজনৈতিক মূল্য চুকিয়ে দেবে। এদিকে যাঁকে নিয়ে বিক্ষোভ-প্রতিবাদ, সেই আপ নেতা গোপাল ইটালিয়া জানান যেহেতু তিনি পাতিদার সম্প্রদায়ের মানুষ, তাই বিজেপি তাঁকে নিশানা করেছে। গতকাল মোদীর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জন্য দিল্লি মহিলা কমিশনে দেখা করার পর ইটালিয়াকে আড়াই ঘণ্টা আটক করে দিল্লি পুলিশ। সেসময় মহিলা কমিশনের দফতরের সামনে প্রতিবাদ-বিক্ষোভ দেখান আপের কর্মীরা।