মহানগর ডেস্ক : মেঘলা আর চোরা রোদের লুকোচুরিতে কখনোও বাড়ছে তাপমাত্রা তো কখনও পারদ নামছে। গতকাল আংশিক মেঘলা থাকার কারণে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও দিনের তাপমাত্রা ছিল নিম্নমুখীই। এভাবেই ক্রমশ শীতের পরশ মাখছে রাজ্যবাসী।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সুত্রে খবর মঙ্গলবার অর্থাৎ আজ থেকে তাপমাত্রায় আরও কিছুটা ধাপ পারদ নামতে চলেছে। তবে কলকাতা সহ পার্শ্ববর্তী কিছু জেলায় সকালের দিকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকায় শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ ডিগ্রি এবং ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। ঠিক একারণেই বিগত কয়েকদিন ধরে কলকাতায় তাপমাত্রা খানিকটা ঊর্ধ্বমুখী। এর আগে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গত শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল শহরে স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম পারদে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : তিলোত্তমা ছাড়া যদি পাহাড়ের কথা বলা হয়, তাহলে গোটা উত্তরবঙ্গের সমতলে আগামী পাঁচদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন অনুভূত হবে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় আকাশ থাকবে পরিষ্কার যা শীত বাড়ার আভাস। সিকিম সংলগ্ন উঁচু এলাকায় সামান্য তুষারপাত হলেও হতে পারে। ফলে পর্যটকদের পোয়া ১২।
পাশাপাশি দক্ষিণবঙ্গেও আগামী পাঁচদিন শুষ্কতার রেষ থাকবে। এমনকি মঙ্গলবার থেকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাতের তাপমাত্রার পারদ সোমবারের চেয়ে আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস নিচে নামবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আগামীকালের আবহাওয়া : আগামী পাঁচদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা ও শিশির পড়তে পারে বলে আভাস দিয়েছে মৌসম ভবন।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা – ৩০.৪°C
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.৩°C
আর্দ্রতা : ৫৯ শতাংশ
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭২ শতাংশ