Home Featured Weather Report: এখনই কনকনে শীত নয়! শীতের হাওয়ার ইনিংস শুরু হবে কবে? কি বলছে হাওয়া অফিস

Weather Report: এখনই কনকনে শীত নয়! শীতের হাওয়ার ইনিংস শুরু হবে কবে? কি বলছে হাওয়া অফিস

by Arpita Sardar

মহানগর ডেস্ক : এই মুহুর্তে রাজ্যে উত্তর-পশ্চিমের বাতাস তেমন নেই। সকাল থেকেই বেশ খানিকটা আকাশ মেঘলা থাকায় ন্যূনতম তাপমাত্রাও বেশ কিছুটা বেড়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলাদা, তাপমাত্রা একটু কমেছে। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আপাতত ঠান্ডা গরম একপ্রকার দো-আশলা আবহাওয়াই রাজ করবে আগামী ৪৮ ঘন্টা। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার হতে থাকবে। আগামী ২৪ ঘন্টায় তা আরও স্বচ্ছ হবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রবিবারের মতো ৩০ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবারের থেকেও এই তাপমাত্রা প্রায় আড়াই ডিগ্রির মতো বেড়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ১ ডিসেম্বর থেকে আবহাওয়া আরও শুষ্ক হবে। কোথাও কোনও রকমের বৃষ্টির পূর্বাভাস না থাকার পাশাপাশি তাপমাত্রা কমারও কোনও পূর্বাভাস নেই। এমনকি আগামী ৪-৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতে লক্ষনীয় তাপমাত্রারও বড় কোনও পরিবর্তন হবে না। ১ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ারও তেমন কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই বলে খবর হাওয়া অফিসের।

একনজরে আজকের আবহাওয়া
সর্বোচ্চ তাপমাত্রা : ২৯.৭° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২২.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৫৬ শতাংশ
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫৮ শতাংশ

আগামীকালের আবহাওয়া : আবহাওয়া দফতর জানিয়ে দক্ষিণবঙ্গে এই মুহুর্তে জাঁকিয়ে শীত না পড়লেও পারদের ওঠানামা চলতেই থাকবে। কনকনে ঠান্ডার জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। আগামী ৩ দিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না ঠিকিই তবে তিলোত্তমার আবহাওয়ার পারদ কয়েক ডিগ্রী নামতে পারে।

You may also like