মহানগর ডেস্ক : সমস্ত লড়াই সমাপ্ত করে না ফেরার দেশে চলে গিয়েছেন ঐন্দ্রিলা শর্মা। শোকে বিহ্বল তার পরিবার থেকে অনুরাগীরা। তার দিদি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বারবার ফিরে দেখছেন ছোট বোনকে। এর মাঝেই সোশ্যাল মিডিয়া জুড়ে রটে গেল গুরুতর অসুস্থ সব্যসাচী। এই খবর ছড়িয়ে পড়তেই মুখ খুললেন এবং সব্যসাচীর অন্যতম প্রিয় বন্ধু সৌরভ দাস।
ফেসবুকে যাবতীয় খবরকে তুচ্ছ করে তিনি লেখেন,’ সৌরভ সুস্থ আছে। সঙ্গে আছি আমি এবং থাকবো। যারা ফেক নিউজ ছড়াচ্ছে তারা অসুস্থ ,বিব্রত হবেন না। গালাগাল দিয়ে পোস্টটা নোংরা করছে না যাতে শেয়ার করে মানুষজন জানতে পারেন সব্যর ব্যাপারে। টেকিং লিডার একশন এগেনস্ট ইন ফেক নিউজ ফ্রম এনি পোর্টাল দ্যাট কামস আপ। প্লিজ নেট দ্যা ফ্যামিলি ইজ বি ইন পিস’।
সব্যসাচীর অত্যন্ত কাছের বন্ধু সৌরভ। ঐন্দ্রিলার লড়াইতে সব্যর মতোই পাশে থেকে দেখেছে সে পুরোটা। যে কারণে তার বন্ধুর নামে মিথ্যে খবর মেনে নিতে পারছেন না তিনি। পাশাপাশি তার পরিবারকে নিয়ে কেউ কোনো ভুল খবর লিখুক সেটাও চান না তিনি দিয়েছেন সৌরভ।একবার নয় দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছিল তাঁর শরীরে। দু’বারই ক্যানসারকে নকআউট করে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাকের ছোবলের সঙ্গে বিপুল লড়েও জেতা হল না অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার।মস্তিষ্কে অস্ত্রোপচার হওয়ার পর আত্মীয় ও অনুরাগীদের আশা জন্মাচ্ছিল, হয়তো এই বার চেতনা ফিরবে তাঁর। কিন্তু তারপরই আবার হার্ট অ্যাটাক। একবার নয়, বারবার। হাজার চেষ্টা করেও কোমা থেকে আর কোনওভাবেই ফেরানো গেল না তাঁকে। না ফেরার দেশে চলে গেলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। সবাই ভাবত ফিনিক্স পাখির মতো ঠিক ফিরে আসবেন, সব প্রতিকূলতাকে জয় করে। কিন্তু ফিনিক্স হয়েছিলেন ঐন্দ্রিলা। চলে গেলেন আলোকবর্ষ দূরে।