মহানগর ডেস্ক : শহর কলকাতা জুড়ে আচমকাই বেশ কিছু খুন হচ্ছে। আর যারা খুন হচ্ছেন তারা জ্যোতিষী। কিন্তু ঠিক কোন কারণে তাদের মৃত্যু হচ্ছে সে জানা যায়নি। ইতিমধ্যে রহস্যের তদন্ত করতে দায়িত্ব পড়েছে পুলিশ কমিটির ওপর। না না ভয় পাবার কিছু নেই। এর কোন ঘটনাই বাস্তবে কিছু ঘটেনি। আসলে রাজদীপ ঘোষের আগামী ছবি ‘আয়ুরেখা’র গল্প এটি। আর তার মুখ্য চরিত্র দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, উষসী রায়, কমলেশ্বর মুখোপাধ্যায় এবং বনি সেনগুপ্তকে।
এই ছবির মাধ্যমে বড় পর্দায় আসতে চলেছেন অভিনেত্রী উষসী রায়। যদিও বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল বড়পর্দায় পা রাখতে চলেছেন ছোট পর্দার এই নায়িকা। তবে মুখ ফুটে কিছু বলেন নি এতদিন। তার কথা অনুযায়ী যতক্ষণ না ঘোষণা হচ্ছিল ততক্ষণ কিছু জানাতে পারছিলাম না কাউকে। এক তদন্তকারী অফিসারের চরিত্র দেখা যাবে তাকে। তবে প্রথম ছবিতে ঋত্বিকের মত অভিনেতাকে পাশে পেয়ে খুশি তিনি।
পরিচালক রাজদীপ ঘোষের কথা অনুযায়ী, এটি আদ্যপ্রান্ত একটি থ্রিলার ছবি। যেখানে সব ধরনের উপাদান পাবে দর্শকরা। থাকবে রহস্য। এমনকি নতুন গল্পের রহস্য ভেদ করতে বেশ উৎসাহী ঋত্বিক নিজেও। তবে ছবিতে নিজের চরিত্র নিয়ে বেশি কিছু মুখ খুললেন না তিনি। শুধু জানালেন কিনারার দায়িত্ব আর কাঁধে।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ই নভেম্বর থেকে শুরু হবে আয়ুরেখা ছবির শুটিং। কলকাতাতে বিভিন্ন জায়গা বেছে নেওয়া হয়েছে ছবির সেট হিসেবে।