মহানগর ডেস্ক: বিজেপি শাসিত উত্তরপ্রদেশে দলিত নির্যাতন ও খুনের ট্রাডিশন (Tradition Of Dalit Oppression) চলে আসছে। উত্তরপ্রদেশের পাশাপাশি বিজেপি শাসিত মধ্যপ্রদেশেও দলিত নির্যাতন, খুনের ঘটনা ঘটেই চলেছে। এবারের ঘটনা যোগীরাজ্যের আলিগড়ের (Uttar Pradesh)। সেখানে একটি বাগানের পেয়ারা গাছ থেকে পেয়ারা তোলার সময় এক দলিতকে লাঠি দিয়ে নৃশংসভাবে পেটানো হয়। বেধড়ক মারধরের ফলে মৃত্যু হয় ওমপ্রকাশ নামে ওই দলিতের (Killed Dalit)। দলিত খুনের ঘটনায় ভীমসেন ও বনোয়ারিলাল নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
মৃতের ভাই সত্যপ্রকাশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর দাদা একটু ঘুরতে বেরিয়েছিলেন। ফেরার সময় বাগান থেকে পেয়ারা তুলে খাচ্ছিলেন। তারপরই তাঁকে পিটিয়ে মেরে ফেলা হয়। দাদার মৃত্যুর খবর প্রথমে তাঁরা পাননি। একটি ছেলে এসে তাঁদের খবর দেয়। খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছে গুরুতর জখম ওমপ্রকাশকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে চিকিৎসকরা ঘোষণা করেন। মৃত ওমপ্রকাশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ দুই অভিযুক্ত ভীম সেন ও বনোয়ারি লালকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে খুন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা করা হয়েছে তপশিলি জাতি-উপজাতি আইনেও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, যোগী রাজ্যে দলিত নির্যাতন এখন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে দুই দলিতকে মোবাইল চুরির অভিযোগে মারধরের পর অর্ধনগ্ন করে ঘোরানো হয়। অভিযোগের তির এক বিজেপি নেতার দিকে উঠেছিল।