মহানগর ডেস্ক: সত্যিই হৃদয়বিদায়ক দৃশ্য! মন্দিরের দেবতাকে প্রণাম করতেই করতেই মৃত্যু হল এক ভক্তের (Tragic Death Of Disciple)। এমন মর্মান্তিক, হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কাটনি জেলার একটি মন্দিরে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর কয়েক হাজারবার শেয়ার হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এক ব্যক্তি সাঁইবাবার কাছে প্রার্থনা জানাচ্ছিলেন। তাঁর মাথা সাঁইবাবার পায়ে ঠেকিয়ে প্রণাম জানানোর পর আর তাঁকে মাথা তুলতে দেখা যায়নি। সবাই ভেবেছিলেন ওই ভক্ত সাঁইবাবাকে প্রণাম জানাচ্ছেন।
রাকেশ নামে ওই ব্যক্তি সাঁইবাবার পায়ে মাথা ঠেকানোর পর হৃদরোগে হয়ে মারা যান। যদিও মহানগর ভিডিওটি যাচাই করে দেখেনি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেন ওই ব্যক্তি ঈশ্বরের পায়ে মাথা ঠেকিয়ে মারা গিয়েছেন। তিনি মোক্ষলাভ করেছেন। এর সপ্তা খানেক আগে একজন রামলীলা করার সময়ই এমনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গতকাল উত্তরপ্রদেশের লখনউয়েও একটি মর্মান্তিক,হৃদয় বিদারক ঘটনা ঘটে। সেখানে নিজের বিয়েতে জয়লা অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এক মহিলা। স্বাস্থ্যবিশেষজ্ঞদের ধারণা, করোনা ভাইরাসের পর বহু স্বাস্থ্যবান মানুষ আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ও কমেডিয়ান রাজু শ্রীবাস্তব, কলকাতায় কেকে লাইভ কনসার্ট চলাকালীন মারা যান। করোনা ভাইরাসের পর এমন ঘটনা বাড়তে শুরু করায় অনেকের মধ্যেই উদ্বেগ ছড়িয়েছে।