Home Featured Trans genders Assault : দেহ ব্যবসায় নামতে না চাওয়ায় দুই যৌন রূপান্তরকামীর চুল কেটে হেনস্থা!

Trans genders Assault : দেহ ব্যবসায় নামতে না চাওয়ায় দুই যৌন রূপান্তরকামীর চুল কেটে হেনস্থা!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: তারা রূপান্তরকামী (Trans genders Assault) হলেও আর পাঁচজনের মতো জীবন যাপনের অধিকার রয়েছে। কিন্তু সে কথা মানতে চায়নি শহরের কেউ কেউ। যৌন রূপান্তরকামী হওয়ার অপরাধে তামিলনাডুর ( Tamil nadu) থুথুহুকুড্ডিতে দুজনকে অর্ণনীয় হেনস্থা করে তাদের চুল কেটে দিল (Chopped Hair Forcibly) দুই যুবক। ওই দুই রূপান্তরকামীকে হেনস্থা ও চুল কাটার ভিডিও অনলাইনে ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে।

ভিডিওয় দেখা গিয়েছে একজন জোর করে এক রূপান্তরকামীর চুল কেটে দিচ্ছে। রূপান্তরকামীদের হয়ে লড়াই করা গ্রেস বানু টুইটারে ভিডিওটি শেয়ার করে। এবং ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আনা হয়। এরপরই তাদের গ্রেফতার করে কালুগুমালাই থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে হেনস্থা,নিগ্রহ ও খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তুতিকোরিনের এসপি এল বালাজি সারাভানা জানিয়েছেন তাঁরা ভিডিওয় দুই অভিযুক্তের পাশাপাশি এক যৌন রূপান্তরকামীকে শনাক্ত করেছেন। দুই অভিযুক্তরে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখানেই ঘটনার শেষ হয়ে যায়নি।

গত সাত তারিখে ওই দুজন যখন থুথকুডি থেকে কোভিলপাট্টিতে যাওয়ার সময় তাদের অপহরণ করে অভিযুক্ত যোবা বুবান ও বিজয়। এরপর তারা ওই দুই রূপান্তরকামীকে শহর ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয়। এ ব্যাপারে কারোকে কিছু না জানানোর কথা বলে। অভিযোগ, তাদের জোর করে দেহ ব্যবসায় নামানোর জন্য চাপ দেয় দুই অভিযুক্ত। তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্যও চাপ দেওয়া হয় বলে তদন্তে পুলিশ জানতে পেরেছে। কিন্তু তাতে ওই দুই রূপান্তরকামী রাজি না হওয়ায় তাদের হেনস্থা করা হয়। এদিকে দুই অভিযুক্ত ভিডিও শেয়ার করে অন্য রূপান্তরকামীদের ভয় দেখায় যে তারা যদি তাদের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করতে না দেয়, তাহলে তাদেরও একই দশা হবে।

You may also like